বাংলা

ফুল চাষ করে স্বচ্ছল হয়েছে ইউননান তৌনান

CMGPublished: 2023-12-11 11:27:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

৩৫ বছর আগে যখন চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইউননান প্রদেশের খুনমিং শহরের সীমান্তবর্তী গ্রাম তৌনানে প্রথম অর্কিড রোপণ করা হয়েছিল, তখন কি কেউ ভেবেছিলেন যে, ৩৫ বছর পর গ্রামটি এশিয়ার বৃহত্তম ফুল-বাজারে পরিণত হবে? নিশ্চয়ই না! আজকের অনুষ্ঠানের প্রথম দিকে আমি আপনাদেরকে এই গ্রামের ফুল-বাজার হয়ে ওঠার গল্প শোনাবো।

তৌনান গ্রামের ফুল-বাজারে ৫৬ বছর বয়সী হুয়া মিং শেং ছেলে'র উদ্ভিদের দোকানে বসে আছেন। দোকানটির বিভিন্ন উদ্ভিদ বিদেশ থেকে আমদানি করা হয়। প্রতিদিন দোকানে অনেক মানুষর ভিড় হয়। হুয়া মিং শেং অকাতরে সবার প্রশ্নের জবাব দেন। আসলে ৩৫ বছর আগে তথা গত শতাব্দীর আশির দশকে হুয়া মিং শেংও উদ্ভিদ সম্পর্কে জানতে খুবই কম। তখন তিনিসহ তৌনান গ্রামের বাসিন্দারা জীবিকা নির্বাহের জন্য সবজি চাষ করতেন।

১৯৮৭ সালে তখন ২৪ বছর বয়সী হুয়া মিং শেং শহরের বন্ধু'র সাহায্যে ৯০ ইউয়ান আরএমবি পুঁজি নিয়ে ফুলের চাষ শুরু করেন। এ সম্পর্কে তিনি বলেন, ফুল বিক্রি করে আমার প্রথম আয় হয়েছিল ১৫০ থেকে ১৬০ ইউয়ান। তখন এ আয়ও কম ছিল না। তখন এক কিলোগ্রাম সবজির দাম ছিল মাত্র ০.১ ইউয়ান। এ ছাড়া, সবজি পরিবহনের খরচ ছিল। সে তুলনায় ফুল চাষ করা সহজ ও মুনাফা বেশি।

মুনাফা অর্জনের পর হুয়া মিং শেং কাছাকাছি এলাকার আরো বেশি জমি ভাড়া করেন। এ ছাড়া, তিনি চীনা বিজ্ঞান একাডেমির খুনমিং উদ্ভিদ গবেষণালয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে ফুল চাষের কলা-কৌশল শিখে নেন। তিনি এখন শুধু যে ফুলের চারা রোপনকারী একজন কৃষক তা নয়, বরং কৃষি প্রযুক্তিবিদ। তিনি সমগ্র তৌনান গ্রামের বাসিন্দাদের ফুল চাষে নেতৃত্ব দেন এবং তাদের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ধীরে ধীরে তৌনান গ্রামে ফুল চাষ ও বিক্রির ব্যবস্থা গড়ে ওঠে। ফুল ব্যবসায়ীরা নিয়মিত গ্রামে আসতে থাকেনা। ফুল ব্যবসায়ীদের সুবিধার্থে তৌনান গ্রামে বিশেষ ফুল-বাজার প্রতিষ্ঠিত হয়। গত শতাব্দীর নব্বইয়ের দশকে তৌনান গ্রামের প্রথম ফুল-বাজার যাত্রা শুরু করে। এর পর তৌনান গ্রামের বাসিন্দারা বুঝতে পারেন যে, বাজারজাত করা হচ্ছে ফুলশিল্প উন্নয়নের একমাত্র পদ্ধতি। ১৯৯৯ সালে ইউননান প্রদেশের তৌনান ফুল শিল্প গোষ্ঠীর পূর্ববর্তী তৌনান ফুল কোম্পানি প্রতিষ্ঠিত হয়। তখন থেকে তৌনানে ধীরে ধীরে একটি ফুল-কেন্দ্রিক শিল্প ক্লাস্টার গড়ে ওঠে। তৌনান ফুল শিল্প গোষ্ঠীর পরিকল্পনা ও ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ও মহাব্যবস্থাপক তং রুই বলেন, "তৌনান ফুল-বাজার গড়ে ওঠার পর ধীরে ধীরে প্যাকিং, পণ্য পরিবহন, কৃষিসার ও গ্রিনহাউস সরঞ্জামের শিল্পও তৌনান গ্রামে উন্নত হতে থাকে। ফুলকে কেন্দ্র করে এখানে একটি শিল্প এলাকা গড়ে ওঠে।"

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn