বাংলা

'আফ্রিকায় ১০ হাজার গ্রামে টেলিভিশন' প্রকল্পের কেনিয়া অংশ বাস্তবায়িত

CMGPublished: 2023-12-02 18:02:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গ্রামের বিদ্যালয়, গ্রাম কমিটির কার্যালয় ও চিকিত্সাকেন্দ্রগুলোও এই প্রকল্পের আওতায় এসেছে। চীনা কোম্পানি ইথিরু'র দু'টি বিদ্যালয়কে টেলিভিশন সেট উপহার হিসেবে প্রদান করেছে। শিক্ষক স্টিভেন বলেন, এর মাধ্যমে শিক্ষার উপায় সমৃদ্ধ হয়েছে। যে শিক্ষার্থীর বাড়িতে টেলিভিশন নাই, সে বিদ্যালয়ে টেলিভিশন দেখতে পারে। তিনি আরও বলেন,"আমি সোহিলি ভাষা ও বিজ্ঞান ক্লাসে সবসময় টেলিভিশন ব্যবহার করে থাকি। আমি এর মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে বাইরের বিশ্ব দেখাই। শিক্ষার্থীরা টেলিভিশন দেখার মধ্য দিয়ে ক্লাসের অনেক বিষয়ও বুঝতে পারে।"

প্রকল্প বাস্তবায়নের ফলে চীন ও কেনিয়ার মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বেড়েছে। অধিক থেকে অধিকরত স্থানীয় বাসিন্দা টেলিভিশনের মাধ্যমে চীনকে আরো বেশি করে জেনেছেন। পেশাদার প্রযুক্তি বিদ্যালয়ের শিক্ষার্থী বিলি বলেন, তিনি একজন চীনা কংফুপ্রেমী। তিনি চীনা চলচ্চিত্র দেখতে পছন্দ করেন। তিনি বলেন,"ক্লাসের বিরতির সময় আমরা কংফু চলচ্চিত্র দেখি। ব্রুস লি ও জ্যাকি চান হলেন আমার প্রিয় কংফু স্টার। এ ছাড়াও, আমি চীনা টিভি সিরিজ 'পশ্চিম যাত্রা' দেখতে পছন্দ করি। চীনা চলচ্চিত্রে দেখা যায়, চীন একটি নব্যতাপ্রবর্তন দেশা।"

পরিসংখ্যান থেকে জানা গেছে, কেনিয়ার ১৬ হাজার পরিবার ও ২৪০০টি গণসংস্থা এ প্রকল্প থেকে উপকৃত হয়েছে। এ ছাড়াও, স্টারটাইম কোম্পানি ভবিষ্যতে সেবা নিশ্চিত করার জন্য প্রতিগ্রামে দু'জন রক্ষণাবেক্ষণ কর্মীকে প্রশিক্ষণ দিয়েছে। এ পর্যন্ত কোম্পানিটি মোট ১৬০০ জন কর্মীকে প্রশিক্ষণ দিয়েছে। পিটার হলেন তাদের একজন। বর্তমানে তিনি উথিরু গ্রামে টেলিভিশন সংকেত নিশ্চিত করার দায়িত্ব পালন করছেন। তিনি চীনা কোম্পানিকে তাঁর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় ধন্যবাদ জানান। তিনি বলেন,"চীনা কোম্পানি সরঞ্জাম মেরামত ও সুরক্ষার প্রযুক্তি আমাকে শিখিয়েছে। এ প্রকল্পের জন্য কাজ করার পর আমি এখানে বিখ্যাত হয়ে গেছি। আমার চাকরি পাওয়ার সামর্থ্য বৃদ্ধি পেয়েছে।"

'আফ্রিকার ১০ হাজার গ্রামে স্যাটেলাইট টিভি প্রকল্প'-এর কেনিয়া অংশের ব্যবস্থাপক লি ওয়েন বো বলেন, চীনা কর্মীরা টেলিভিশন সংকেত কেনিয়ার গরীব ও সাধারণ বাসিন্দাদের ঘরে ঘরে পৌঁছে দিতে পেরে আনন্দিত। বর্তমান প্রকল্পের লক্ষ্য বাস্তবায়িত হয়েছে। ভবিষ্যতে তাঁরা কেনিয়া সরকারকে প্রকল্প ব্যবস্থাপনা ও সুরক্ষার ক্ষেত্রে সহায়তা করতে থাকবে। এ সম্পর্কে তিনি বলেন,"আমরা আশি করি, স্থানীয় বাসিন্দারা চীন সরকার ও চীনা প্রতিষ্ঠানের প্রকল্প থেকে উপকৃত হবেন এবং এতে তাঁদের জীবনমান উন্নত হবে।"

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn