'আফ্রিকায় ১০ হাজার গ্রামে টেলিভিশন' প্রকল্পের কেনিয়া অংশ বাস্তবায়িত
২০১৫ সালের ডিসেম্বরে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং 'আফ্রিকার ১০ হাজার গ্রামে স্যাটেলাইট টিভি প্রকল্প' উপস্থাপন করেন। প্রকল্পে ২৫টি আফ্রিকান দেশের ১০১১২টি গ্রাম অন্তর্ভুক্ত হয়। বেইজিং স্টারটাইম সফ্টওয়ার প্রযুক্তি কোম্পানি প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায়। এ পর্যন্ত প্রকল্পের মোজাম্বিক, জাম্বিয়া, কঙ্গো (ব্রাজাভিল), উগান্ডা ও কেনিয়া অংশ পুরোপুরি বাস্তবায়িত হয়েছে। আর কেনিয়া অংশের বাস্তবয়ানকাজ শেষ পর্যায়ে রয়েছে।
২০১৮ সালের জুন মাসে কেনিয়ায় প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। কেনিয়া অংশের প্রকল্পব্যয় ধরা হয় ৮৪.২৭ লাখ মার্কিন ডলার। বেইজিং স্টারটাইম সফ্টওয়ার প্রযুক্তি কোম্পানি কেনিয়ার ৪৭টি জেলার ৮শটি গ্রামে টেলিভিশন সরবরাহ করে। কেনিয়ার তথ্য, টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী জো মুচেরু প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন,"আমি চীনা সরকারকে 'আফ্রিকার ১০ হাজার গ্রামে স্যাটেলাইট টিভি প্রকল্প' গ্রহণ করায় ধন্যবাদ জানাই। আমরা চীনের সঙ্গে যৌথভাবে ৮শটি গ্রামকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্য ঠিক করেছি। চীনের উদ্যোগে নেওয়া এই প্রকল্প কেনিয়া সরকারকে ৮শটি গ্রামকে স্যাটেলাইট টিভির আওতায় আনতে সহায়তা করবে।"
দু'দেশের প্রায় ৬ মাসের যৌথ প্রচেষ্টায় মন্ত্রী জো মুচেরু'র এ প্রত্যাশ্যা ২০১৮ সালের নভেম্বর মাসের শেষ দিকে মোটামুটি পূরণ হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পে অন্তর্ভুক্ত প্রতিটি গ্রামে বিনামূল্যে টেলিভিশন সেট, ডিশের লাইন, বিনামূল্যে অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়।
উথিরু (Uthiru) গ্রামের বাসিন্দা মাইকেল নং' আং' আ (Michael Ng'ang'a) টেলিভিশন খুলে সোফায় বসে তাঁর দিনের সবচেয়ে উপভোগ্য সময় কাটান। তাঁর আয়ের উত্স পারিবারিক ব্যবসা জুতা মেরামত। স্যাটেলাইট টিভি দেখার সামর্থ্য তার পরিবারের ছিল না। এতোদিন কাজের ফাঁকে জানালা দিয়ে আসা পাখির ডাক শোনাই ছিল পরিবারের সদস্যদের একমাত্র বিনোদন। কিন্তু 'আফ্রিকার ১০ হাজার গ্রামে স্যাটেলাইট টিভি প্রকল্প' বাস্তবায়িত হবার পর তার মতো স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে ডিজিটাল টেলিভিশন সংকেত গ্রহণ করতে পারছেন। এ সম্পর্কে মাইকেল বলেন,"আগে আমরা টিভি দেখতে পারতাম না। পরিবারের শিশুরা প্রতিবেশীদের বাড়িতে গিয়ে টিভি দেখতো। এখন আমরা স্থানীয় অনুষ্ঠান ছাড়াও, চীনা অনুষ্ঠান দেখতে পারি। আমরা চীনা অনুষ্ঠান দেখতে পছন্দ করি। আমার সন্তানরা চীনা কংফু ও কার্টুন পছন্দ করে। আমরা চীনা কোম্পানিকে অনেক ধন্যবাদ জানাই।"