তরুণ কৃষক চাং ইউ হাও ও তার গল্প
চাং ইউ হাও ও তাঁর গ্রুপ এপ্লিকেশন প্ল্যাটফর্মে ই-কমার্স চালান। তাঁরা স্থানীয় ফল কৃষকদের নিয়ে আঙ্গুর সারা চীনে বিক্রয় করেন। কৃষকরা ও ভোক্তাদের মধ্যে একটি সরাসরি সেতু গড়ে তোলা হয়েছে। গত বছর তাঁদের অনলাইন বিক্রয় পরিমাণ প্রায় ২ লাখ ইউয়ান আরএমবি ছিল।
২০২১ সালে চাং ইউ হাও গ্রুপ সিনআন ট্রাফিক এঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সঙ্গে সহযোগিতা-চুক্তি স্বাক্ষর করে। চাং ইউ হাও’র আঙ্গুর বাগান ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অনুশীলন স্থানে পরিণত হয়।
চাং ইউ হাও সামাজিক গণমাধ্যমে আঙ্গুর চাষের ক্ষুদ্র ভিডিও ছাড়াও তাঁদের বাগানের জীবন সম্পর্কে ভিডিও পোস্ট করেন। পবর্তের নিচে সুন্দর গ্রামের দৃশ্য তার ভিডিওতে ফুটে ওঠে।
নিজের কৃষিপণ্যের ব্রান্ড গড়ে তোলা ও সুন্দর গ্রামীণ জীবন সম্পর্কিত ভিডিও পোস্ট করার মাধ্যমে চাং ইউ হাও আরও বেশি তরুণ-তরুণীকে গ্রামে ফিরে কাজ করার জন্য উত্সাহিত করতে চান। গ্রাম পুনরুজ্জীনের পরিকল্পনায় আরও বেশি তরুণ-তরুণীর অংশগ্রহণ প্রয়োজন বলে তিনি বিশ্বাস করেন।