পিনহাই চংকুয়ানছুন বিজ্ঞান ও প্রযুক্তি এলাকা
অবকাঠামো খাতে উন্নয়ন ছাড়াও, বিজ্ঞান ও প্রযুক্তি এলাকা ঋণ ও ট্যাক্স রিফান্ড ক্ষেত্রে যথাসম্ভব স্থানীয় প্রতিষ্ঠাগুলোকে সমর্থন করে থাকে। এ ছাড়া, এলাকার কর্মীদের ব্যক্তিগত সমস্যা সমাধানের প্রচেষ্টাও আছে। থিয়ানচিন ফ্লাইস্কাল বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানির জেনারেল ম্যানেজার লিয়াং হং শেং বলেন, ‘আগে আমাদের কোম্পানি বেইজিংয়ে ছিল। কিন্তু এখানকার নির্ভুল অবকাঠামো ও সেবার জন্য আমরা কোম্পানি বেইজিং থেকে থিয়ানচিনে স্থানান্তরিত করেছি। আমাদের অধিকাংশ কর্মী কোম্পানির সঙ্গে এসেছেন। বিশেষ করে গবেষণা ও উন্নয়নদল।’
ছেং সাহেব হলেন লিয়াং হং শেং'র কোম্পানির পুরাতন কর্মী। তিনি কোম্পানির বেইজিং থেকে থিয়ানচিনে স্থানান্তর বিষয় নিয়ে বলেন, ‘আমাদের কোম্পানির বেতন খুবই ভালো। আমি কোম্পানিতে তিন বছর ধরে কাজ করছি। এখানে আমার সুপরিচিত পরিবেশ রয়েছে। এ ছাড়াও, আমি থিয়ানচিনের সাংস্কৃতিক পরিবেশ খুবই পছন্দ করি। আমি বর্তমান পেশা পছন্দ করি। সেজন্য আমি কোম্পানিতে থাকবো।’
বিজ্ঞান ও প্রযুক্তি এলাকায় অবস্থিত থিয়ানচিন পেইইয়াং বিওট্রানস বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং কোং লিমিটেডের চেয়ারম্যান ছিয়াও ছাং শেং'র অন্য একটি পরিচয় আছে। তিনি হলেন থিয়ানচিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জৈব প্রকৌশল কলেজের অধ্যাপক। এলাকার সমর্থনে তিনি তাঁর শিক্ষার্থীদের নিয়ে ব্যাপক গবেষণা ও পরীক্ষা করে থাকেন। বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের যত তাড়াতাড়ি সম্ভব শিল্পের সঙ্গে সংযুক্ত করতে চেষ্টা করছেন তিনি। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা এলাকায় মাস্টার্স শিক্ষার্থীদের জন্য ওয়ার্কস্টেশন গড়ে তুলেছি। আমি, আমার সকল ছাত্র-ছাত্রী এবং অন্যান্য অধ্যাপক, ও ডক্টরেট শিক্ষার্থীরাও আমাদের পরীক্ষাগারে কাজ করেন। প্রায় ২০ জন শিক্ষার্থী। আমরা আশা করি, শিক্ষার্থীরা দ্রুত এখানে শিল্পের সঙ্গে সংযুক্ত হবেন।’