বাংলা

লাসা নদী (৩)

CMGPublished: 2023-10-06 14:25:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পর্যটন উন্নয়ন

লাসার উন্নয়নে একটি বড় প্রভাব রয়েছে লাসা নদীর। লাসার নাগরিকরা এই নদীটিকে খুব ভালোবাসে। প্রতি সপ্তাহান্তে বা ছুটির দিনে লাসাবাসীরা দলে দলে লাসা নদীর তীরে ও এর উপত্যকায় চলে যায়, তাঁবু স্থাপন করে, মাছ ধরে, পানিতে খেলা করে, স্নান করে এবং মাখন-চা পান করে। বাড়ি থেকে আনা বিভিন্ন সুস্বাদু খাবার, লাসার উজ্জ্বল রোদ এবং অবসর পরিবেশ উপভোগ করা, অনেকটা হান জাতির পিকনিকের মতো।

লাসা নদীর উত্তর তীরে একটি প্রশস্ত নদীতীরবর্তী বর্গক্ষেত্র রয়েছে যেখানে সাদা রেলিং ও আসন আছে। পর্যটকরা দুই-তিনজন করে নদীর ধারে ঘুরে বেড়ান, তাদের অনেকেই জোড়ায় জোড়ায়।

লাসা নদীর তীরে, ছিংহাই-তিব্বত সিছুয়ান-তিব্বত সড়কে একটি স্মৃতিস্তম্ভও রয়েছে। এটি ছিংহাই-তিব্বত সিছুয়ান-তিব্বত মহাসড়ক উদ্বোধনের ৩০তম বার্ষিকীর জন্য নির্মিত। ছিংহাই-তিব্বত রেলপথ ইতোমধ্যেই চালু হয়েছে, তবে ছিংহাই-তিব্বত সিছুয়ান-তিব্বত মহাসড়ক এখনও তিব্বতের পরিবহন-ধমনী।

২০২২ সালের ১০ জুন, লাসা নদীর পরিস্থিতি নিয়ন্ত্রণ প্রকল্পের (পিনচিয়াংহুয়াইউয়ান অংশ) –এর নির্মাণকাজ সম্পন্ন হয়। এই প্রকল্পের সমাপ্তি কার্যকরভাবে শহুরে পানির পরিবেশকে রক্ষা ও উন্নত করেছে।

প্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে তিব্বত’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও তিব্বতের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা: https://bengali.cri.cn/ সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn