রাজকুমারী ওয়েনছেংয়ের প্রাসাদ—রামোচে মন্দির
সারা মঠে একটি বিতর্ক বাগান রয়েছে। সাধারণত প্রতি বুধবার বিকেল ৩টার পরে, সন্ন্যাসীরা মন্দিরে জড়ো হন এবং ধর্ম বিষয়ে বিতর্ক তথা আলাপচারিতায় মেতে ওঠেন। গোটা প্রক্রিয়াটি দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়। সারা মনাস্ট্রি থেকে খুব দূরে রহস্যময় স্কাই কবরের প্ল্যাটফর্ম। স্কাই কবরের প্ল্যাটফর্মের রাস্তার অবস্থা খারাপ, এবং এমনকি, আপনি যদি সেখানে পৌঁছাতে পারেনও, আপনাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না। যারা সেখানে যেতে চানই, এ বিষয়টি মাথায় রেখে যাবেন।
প্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে তিব্বত’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও তিব্বতের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা: https://bengali.cri.cn/ সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন।