বাংলা

সিছুয়ান-তিব্বত মহাসড়ক ও গ্রাম পুনরুজ্জীবনের গল্প

CMGPublished: 2023-09-09 15:00:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ সমস্যা সমাধান করার জন্য ২০১৮ সালের এপ্রিল মাসে মালভূমি প্রাকৃতিক কৃষি উন্নয়ন কোম্পানি বাথাং জেলায় বিনিয়োগ শুরু করে। এ পর্যন্ত ৪০টি শীতকালীন গ্রিনহাউস, ১০টি শরত্কালীন ও বসন্তকালীন গ্রিনহাউস এবং একটি বুদ্ধিমান গ্রিনহাউস নির্মিত হয়েছে। বর্তমানে সবজি চাষ হচ্ছে প্রচুর। কোম্পানির ব্যবস্থাপক মেং ফান ছিয়াং এ সম্পর্কে বলেন, ‘বর্তমানে আমাদের গ্রিনহাউসে টমেটো, কুমড়া, লম্বা বেগুন, গোল বেগুন, মরিচ ও সেলারিসহ ১২ থেকে ১৩ ধরনের সবজি চাষ হচ্ছে।’ গ্রিনহাউস নির্মিত হওয়ার পর মালভূমিতে স্থানীয় নাগরিকদের খাবার সমৃদ্ধ হয়েছে। সবজির দাম অনেক কমেছে।

লিথাং সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার মিটার উঁচুতে অবস্থিত। আমাদের চতুর্থ গল্প লিথাংকে নিয়ে। চীনে লিথাং জেলা 'আকাশনগর' বলে পরিচিত। এখানে বায়ু পরিস্কার এবং মাটি ও পানিতে কোনো দূষণ নেই। জেলাটি এসব সুবিধা কাজে লাগিয়ে আধুনিক কৃষিবিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়নের নতুন কাঠামো গড়ে তুলেছে। বাথাং জেলার জিয়াওয়ায় গ্রিনহাউসে তরমুজ, ছোট টমেটো, কুমড়া ও সবুজ মরিচসহ ২০ ধরনের সবজি চাষ করা হয়। আগে মালভূমিতে মাত্র বাঁধাকপি, মূলা ও আলু চাষ করা হতো। ২০১৮ সালে গ্রিনহাউসে বিভিন্ন সবজি চাষ পরীক্ষামূলকভাবে শুরু হয়। প্রতিবছর উত্পাদিত সবজির পরিমাণ ৬ লাখ কিলোগ্রাম এবং মূল্য ৬৫ লাখ ইউয়ান। লিথাং 'মেরু ফল ও সবজি' ব্র্যান্ড এখন চীনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের শহুরে বাজারে প্রবেশ করেছে; উচ্চমানের কৃষিপণ্য বাজার ও ভোক্তাদের প্রশংসা পেয়েছে। লিথাং জেলার আধুনিক কৃষি পরিচালনা কার্যালয়ের স্থায়ী উপপরিচালক ইয়াং চি হুয়া বলেন, ‘আমাদের ছোট টমেটো ছেংতু শহরের সুপারমার্কেটে বিক্রি হয়। এ সপ্তাহে আমরা তিন থেকে পাঁচ টন পণ্য ছেংতুতে পাঠাবো। আমাদের পণ্য খুবই জনপ্রিয়।’

ইয়াং চি হুয়া আরও বলেন, ‘আমরা ক্রমান্বয়ে আধুনিক কৃষির ভিত্তি স্থাপন করছি। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল, সিছুয়ান-তিব্বত সড়ক চালু হওয়ার পর পণ্যের পরিবহনসমস্যা সমাধান করা। আশার কথা, আমাদের জেলার পরিবহন খাতে আরও বেশি প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে।’

সিছুয়ান-তিব্বত মহাসড়কসংলগ্ন স্থানীয় এলাকাগুলোর মতো দারিদ্র্যমুক্তির গল্প চীনে অসংখ্য। চীনের বিভিন্ন স্থানে স্থানীয় অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ দারিদ্র্যবিমোচন-পথ অনুসরণ করা হয়েছে। আর এর ফলেই চীন সম্পূর্ণভাবে হতদারিদ্র্যমুক্ত হতে পেরেছে।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn