বাংলা

কুইচৌ ইলেক্ট্রনিক প্রযুক্তি পেশাদার একাডেমি

CMGPublished: 2023-09-03 19:01:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

হুয়াওয়েই বিগ ডেটা কলেজের ৮০ শতাংশ পেশাদার শিক্ষক হুয়াওয়েই কোম্পানি কর্তৃক স্বীকৃত। অধিকাংশ শিক্ষকের হুয়াওয়েই বা হুয়াওয়েই'র শাখায় কাজ করার অভিজ্ঞতা আছে। শিক্ষকরা নিজেদের অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। কলেজ আশা করে, গভীর প্রশিক্ষণের কারণে, কলেজ পাস করে দ্রুত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে কাজ করা শুরু করতে পারবে।

২০১৭ সালে বিগ ডেটা বিভাগের শিক্ষার্থী হুয়াং চি চিয়ান নিজের ভবিষ্যতের সুন্দর পরিকল্পনা করেন। এ সম্পর্কে তিনি বলেন, “বিগ ডেটা শুধু যে ডেটা তা নয়, বরং সমস্ত কম্পিউটার ভাষা এতে অন্তর্ভুক্ত। এটি হল একটি উদীয়মান শিল্প। আমাদের কলেজের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে; রয়েছে হুয়াওয়েই-র চেতনা। প্রত্যেক শিক্ষক আমাদেরকে নিয়ে পরিকল্পনা করেন। আমরা কলেজে কাজ করার অভিজ্ঞতা অর্জন করছি। আমি নিজের লক্ষ্য ঠিক করেছি। আমি ভবিষ্যতে বিগ ডেটা বিশ্লেষক হতে চাই। আমি হুয়াওয়েই কোম্পানিতে কাজ করতে চাই।” হুয়াং চি চিয়ান ও তাঁর সহকর্মীরা ২০১৯ সালের দ্বিতীয়ার্ধ থেকে প্রতিষ্ঠানে অনুশীলন শুরু করবেন। পরে তাঁরা নিজেদের জন্য কাজ খুঁজে নেবেন।

হুয়াওয়েই বিগ ডেটা কলেজ শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান সমস্যার সমাধান করে থাকে। প্রতিষ্ঠানের প্রয়োজন অনুসারে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয় বলে, শিক্ষাশেষে শিক্ষার্থীদের সবার কর্মসংস্থান সুনিশ্চিত। হুয়াওয়েই বিগ ডেটা কলেজের নির্বাহী প্রধান হুয়াং চিয়ান কুও সাংবাদিকদেরকে গত এপ্রিল মাসে আয়োজিত বিশেষ নিয়োগ অনুষ্ঠান সম্পর্কে বলেন, “চীনে হুয়াওয়েই'র সঙ্গে সহযোগিতা করার বৃহত্তম প্রতিষ্ঠান হল নানচিং চিয়াহুয়ান। কোম্পানিটি গত মাসে আমাদের কলেজে নিয়োগ-মেলা আয়োজন করে। আগামী মাস থেকে কোম্পানিটি আমাদের কলেজে শিক্ষার্থীদের পেশাদার প্রশিক্ষণ দেবে।”

হুয়াওয়েই বিগ ডেটা ছাড়াও কুইচৌ ইলেক্ট্রনিক পেশাদার একাডেমি শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের প্রতিষ্ঠানে শিক্ষার সুযোগ দিয়ে থাকে। 'রুইফেং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠান' হল এর মধ্যে একটি। প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও রুইফেং ওয়েবসাইট বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানির বাজার-ব্যবস্থাপক চাং তা সিন বলেন, কোম্পানি প্রধানত ওয়েবপেজ তৈরি, অ্যাপ ডিজাইন ও ব্যবসা ব্যবস্থাপনার ক্ষেত্রে গবেষণা করে। কোম্পানিটি কুইআন নতুন এলাকায় প্রবেশ করা শুরুর দিকের প্রতিষ্ঠানগুলোর অন্যতম। ২০১৮ সালের মার্চ মাস থেকে কুইআন নতুন এলাকায় অবস্থিত হুয়াসি বিশ্ববিদ্যালয় নগরের প্রায় ৩ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে। চাং তা সিন বলেন, অনুশীলন ও প্রশিক্ষণের সুযোগ শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যত পরিকল্পনা প্রণয়ন করতে সহায়তা করবে। এ সম্পর্কে তিনি বলেন, “এ থেকে শিক্ষার্থীরা কাজ করার জন্য দু'টি দক্ষতা অর্জন করবে। একটি হচ্ছে পেশাদার প্রযুক্তির দক্ষতা। আমরা শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানের পরিকল্পনায় অংশ নেওয়ার সুযোগ দিয়ে থাকি। আরেকটি হচ্ছে, সার্বিক দক্ষতা। আমরা শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের শিষ্টাচার শিখিয়ে থাকি।”

কুইচৌ ইলেক্ট্রনিক পেশাদার একাডেমির লক্ষ্য হচ্ছে, প্রতিভাবান ব্যক্তিদের প্রশিক্ষণ দিয়ে কুইআন নতুন এলাকার উন্নয়ন-প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত করা। একাডেমির প্রধান লিয়াও চি ইয়ং বলেন, একাডেমি অব্যাহতভাবে বিগ ডেটাসংশ্লিষ্ট পেশাদার প্রযুক্তি উন্নয়ন করবে এবং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনে সব ধরনের সাহায্য দিয়ে যাবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn