বাংলা

কুইচৌ ইলেক্ট্রনিক প্রযুক্তি পেশাদার একাডেমি

CMGPublished: 2023-09-03 19:01:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের কুইচৌ প্রদেশের ইলেক্ট্রনিক প্রযুক্তি পেশাদার একাডেমি কুইআন নতুন এলাকায় অবস্থিত। একাডেমিটি হুয়াওয়েই'র ডেটাকেন্দ্র, হুয়াওয়েই বিশ্ববিদ্যালয়, কুইআন নতুন বৈদ্যুতিন তথ্য শিল্প পার্ক, ও কুইআন নতুন এলাকার উচ্চ পর্যায়ের উত্পাদিত শিল্পক্ষেত্রের পাশাপাশি অবস্থিত। এটি একটি পেশাদার একাডেমি। ২০১৭ সালে কুইচৌ ইলেক্ট্রনিক প্রযুক্তি পেশাদার একাডেমি হুয়াওয়েই কোম্পানির সঙ্গে সহযোগিতা করে হুয়াওয়েই বিগ ডেটা কলেজ প্রতিষ্ঠা করে। বর্তমানে কলেজটিতে বিগ ডেটা প্রযুক্তি, অ্যাপ্লিকেশন, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট প্রযুক্তি এবং ই-কমার্স বিভাগ আছে। শিক্ষার্থীর সংখ্যা ১৮০০ জনেরও বেশি।

“আমরা খুব দ্রুত একটি কাজ খুঁজে নেবো। সাক্ষাত্কারে হয়ত আমাদেরকে প্রশ্ন করা হবে: আপনারা কখনো হুয়াওয়েই'র প্রযুক্তি শিখেছেন? আমরা অবশ্যই শিখেছি এবং এখনো শিখছি। হয়ত আমাদেরকে প্রশ্ন করা হবে: আপনি কখনো সিস্কোর প্রযুক্তি শিখেছেন? হয়তো অধিকাংশ শিক্ষার্থী সিস্কোর প্রযুক্তি সম্পর্কে বিশেষকিছু জানেন না। সেজন্য আমরা প্রশিক্ষণের মাধ্যমে সিস্কো ও হুয়াওয়েই'র পার্থক্য জানতে পারবো।” হুয়াওয়েই বিগ ডেটা বিদ্যালয়ের ক্লাসের শিক্ষক এমনটা বললেন।

কলেজটির সঙ্গে সাধারণ বিশ্ববিদ্যালয়ের পার্থক্য রয়েছে। হুয়াওয়েই বিগ ডেটা কলেজ শিক্ষা ও উত্পাদনের কাঠামোয় প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা এখানে আরো ভালোভাবে পেশাদার জ্ঞান অর্জন করতে পারেন। ই-কমার্স বিভাগের শিক্ষক সং ত্য চেন বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে বিশেষ করে বাজারের আসল ব্যবস্থাপনা শেখানো হয়। এ সম্পর্কে তিনি আরো বলেন, “ই-কমার্সের দু'টি বিষয় রয়েছে। একটি হলো ব্যবস্থাপনা, আরেকটি হল ডিজাইন। আমাদের নীতি হল, ডিজাইন ও ব্যবস্থাপনাকে কখনো বিচ্ছিন্ন করা যাবে না। আমরা থাওপাও বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার সময় প্রত্যেক শিক্ষার্থীর থাওপাও-য়ে নিজস্ব দোকান খোলাকে বাধ্যতামূলক করেছি। অধিকাংশ শিক্ষার্থীই ইতোমধ্যে মুনাফা করছে।”

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn