বাংলা

‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পে অংশগ্রহণকারী কেং শুয়ে শানের গল্প

CMGPublished: 2023-05-19 18:13:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কেং শুয়ে শান বলেন, ‘সেই সময়, আমাদের সাহস নিয়ে সামনে আগাতে হতো।’ তিনি দ্রুত স্থানীয় সংস্কৃতি শিখতে শুরু করেন, বৈশিষ্ট্যময় ভবনগুলি পরিদর্শন করেন এবং স্থানীয় স্থাপত্যের ধারণা বুঝে প্রকল্প পরিচালনা দলকে নেতৃত্ব দেন। সে সময়, তারা দ্রুত স্থানীয় নকশা প্রস্তুতকারী দল গঠন করেন এবং সবচেয়ে কম সময়ে নকশার পরিকল্পনা এবং নির্মাণের গভীরতা তুলে ধরেন। যা ফলো-আপ কাজের জন্য একটি ভাল ভিত্তি স্থাপন করে।

প্রকল্প নির্মাণ ছাড়াও, কেং শুয়ে শান স্থানীয় কর্মচারীদের সঙ্গে সবুজ মাঠে ফুটবল খেলতেন, তাজিকিস্তানের চা সংস্কৃতির অভিজ্ঞতা লাভ করেন এবং স্থানীয় কর্মচারীদের সঙ্গে শেয়ার করার জন্য তাজিকিস্তানে চীনা চা নিয়ে আসেন। কেং শুয়ে শান ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণে ব্যক্তিগতভাবে অংশ নেওয়ার পর যখনই তিনি প্রাসঙ্গিক সংবাদ দেখেন, তখনই তিনি গর্ববোধ করেন।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn