বাংলা

এনপিসি এবং সিপিপিসিসি’র সিনচিয়াংয়ের প্রতিনিধিদের কথা

CMGPublished: 2023-03-13 15:12:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রিয় শ্রোতা, এখন চীনের ‘দুই অধিবেশন’ চলছে। এই সপ্তাহ এবং আগামী সপ্তাহের ‘সিনচিয়াং থেকে তিব্বত’ অনুষ্ঠানে আমরা সিনচিয়াং এবং তিব্বতের এনপিসি ও সিপিপিসিসি’র প্রতিনিধিদের গল্প বলবো। আজকের অনুষ্ঠানে আমরা সিনচিয়াংয়ের প্রতিনিধিদের গল্প শোনাবো।

সিপিপিসিসি’র সদস্য আয়ি মুশা তুওহে তাহং

চলতি বছরের ‘দুই অধিবেশনে’ অংশ নিয়ে, চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র সদস্য এবং সিপিপিসিসি’র উকিয়া কাউন্টি কমিটির ভাইস চেয়ারম্যান আয়ি মুশা তুওহে তাহং, সীমান্ত অঞ্চলের গ্রামীণ বহুমুখী পুনরুজ্জীবনকে এগিয়ে নিয়ে যাওয়াসংশ্লিষ্ট ‘শেষ এক কিলোমিটার’ শীর্ষক প্রস্তাব উত্থাপন করেছেন।

উচ্চ-মানের প্রস্তাব তৈরি করার জন্য, আয়ি মুশা তুওহে তাহং সারা বছর গ্রামের বাড়ি বাড়ি খোঁজ-খবর নিয়েছেন, গবেষণা করেছেন। কীভাবে আরও বৈশিষ্ট্যযুক্ত ও উচ্চ-মানের কৃষিপণ্য ও অন্যান্য গ্রামীণ পণ্যকে বাজারে প্রবেশ করানো যায়, মানুষের খাবারের টেবিলে পৌঁছে দেওয়া যায়, এবং গ্রামীণ সরবরাহচেইনের ‘শেষ এক কিলোমিটার’-এর সমস্যা দূর করা যায়—এগুলোই ছিল তাঁর প্রস্তাবের বিষয়। আয়ি মুশা তুওহে তাহং বলেন, সিনচিয়াংয়ের কাউন্টিগুলোর গ্রামীণ এলাকায় এক্সপ্রেস ডেলিভারির মান উন্নত করা দরকার, গ্রামীণ এক্সপ্রেস ডেলিভারি নেটওয়ার্কও উন্নত করা জরুরি ।

আয়ি মুশা তুওহে তাহং এই মর্মে পরামর্শ দিয়েছেন যে, গ্রাম পর্যায়ে ডেলিভারি সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে ভর্তুকি দেওয়া উচিত এবং এর জন্য যথাযথ ব্যবস্থা চালু করা জরুরি। পাশাপাশি, ডেলিভারি সংস্থাগুলোকে সেবার মান উন্নত ও সহজতর করতে যৌথভাবে কাজ করতে হবে। এ ছাড়া, গ্রামীণ এক্সপ্রেস ডেলিভারি অবকাঠামোকে আরও শক্তিশালী করে জেলা, উপজেলা এবং গ্রাম পর্যায়ে তিন ধরনের লজিস্টিক ব্যবস্থা সুসম্পূর্ণ করা দরকার।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn