বাংলা

এনপিসি এবং সিপিপিসিসি’র সিনচিয়াংয়ের প্রতিনিধিদের কথা

CMGPublished: 2023-03-13 15:12:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রিয় শ্রোতা, এখন চীনের ‘দুই অধিবেশন’ চলছে। এই সপ্তাহ এবং আগামী সপ্তাহের ‘সিনচিয়াং থেকে তিব্বত’ অনুষ্ঠানে আমরা সিনচিয়াং এবং তিব্বতের এনপিসি ও সিপিপিসিসি’র প্রতিনিধিদের গল্প বলবো। আজকের অনুষ্ঠানে আমরা সিনচিয়াংয়ের প্রতিনিধিদের গল্প শোনাবো।

সিপিপিসিসি’র সদস্য আয়ি মুশা তুওহে তাহং

চলতি বছরের ‘দুই অধিবেশনে’ অংশ নিয়ে, চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র সদস্য এবং সিপিপিসিসি’র উকিয়া কাউন্টি কমিটির ভাইস চেয়ারম্যান আয়ি মুশা তুওহে তাহং, সীমান্ত অঞ্চলের গ্রামীণ বহুমুখী পুনরুজ্জীবনকে এগিয়ে নিয়ে যাওয়াসংশ্লিষ্ট ‘শেষ এক কিলোমিটার’ শীর্ষক প্রস্তাব উত্থাপন করেছেন।

উচ্চ-মানের প্রস্তাব তৈরি করার জন্য, আয়ি মুশা তুওহে তাহং সারা বছর গ্রামের বাড়ি বাড়ি খোঁজ-খবর নিয়েছেন, গবেষণা করেছেন। কীভাবে আরও বৈশিষ্ট্যযুক্ত ও উচ্চ-মানের কৃষিপণ্য ও অন্যান্য গ্রামীণ পণ্যকে বাজারে প্রবেশ করানো যায়, মানুষের খাবারের টেবিলে পৌঁছে দেওয়া যায়, এবং গ্রামীণ সরবরাহচেইনের ‘শেষ এক কিলোমিটার’-এর সমস্যা দূর করা যায়—এগুলোই ছিল তাঁর প্রস্তাবের বিষয়। আয়ি মুশা তুওহে তাহং বলেন, সিনচিয়াংয়ের কাউন্টিগুলোর গ্রামীণ এলাকায় এক্সপ্রেস ডেলিভারির মান উন্নত করা দরকার, গ্রামীণ এক্সপ্রেস ডেলিভারি নেটওয়ার্কও উন্নত করা জরুরি ।

আয়ি মুশা তুওহে তাহং এই মর্মে পরামর্শ দিয়েছেন যে, গ্রাম পর্যায়ে ডেলিভারি সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে ভর্তুকি দেওয়া উচিত এবং এর জন্য যথাযথ ব্যবস্থা চালু করা জরুরি। পাশাপাশি, ডেলিভারি সংস্থাগুলোকে সেবার মান উন্নত ও সহজতর করতে যৌথভাবে কাজ করতে হবে। এ ছাড়া, গ্রামীণ এক্সপ্রেস ডেলিভারি অবকাঠামোকে আরও শক্তিশালী করে জেলা, উপজেলা এবং গ্রাম পর্যায়ে তিন ধরনের লজিস্টিক ব্যবস্থা সুসম্পূর্ণ করা দরকার।

তিনি বলেন, ‘গ্রামে এক্সপ্রেস ডেলিভারি শুধুমাত্র তৃণমূলের মানুষের জীবনে সুবিধাই বয়ে আনতে পারে না, বরং গ্রামীণ এলাকায় ভোগ বাড়াতে পারে, গ্রামীণ পুনরুজ্জীবনের জন্য একটি বৃহত্তর উন্নয়নের স্থান উন্মুক্ত করতে পারে, এবং বৈশিষ্ট্যযুক্ত কৃষিপণ্যগুলোকে সর্বত্র ছড়িয়ে পড়তে সহায়তা করতে পারে।’

সিপিপিসিসি’র সদস্য ইউকেসেক সিগায়েটি

ইউকেসেক সিগায়েটি সিপিপিসিসি’র সদস্য এবং সিনচিয়াংয়ের আর্ট থিয়েটার অপেরা ট্রুপের অভিনেতা। এবারের দু’ই অধিবেশনে’ নিজের প্রস্তাব তৈরি করতে তাকে খানিকটা তাড়াহুড়া করতে হয়েছে।

তিনি চীনের চতুর্দশ জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র প্রথম অধিবেশনে যোগ দিতে বেইজিংয়ে আসেন। জনাব ইউকেসেক ‘চীনের তাজিক ইয়াকদের মানবতার অবস্তুগত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেওয়ার আবেদন করার প্রস্তাব’ নিয়ে আসেন। তিনি বলেন, ‘আমি আশা করি, এ প্রস্তাবের মাধ্যমে, সিনচিয়াংয়ের অবস্তুগত সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আমার নিজের ভূমিকা পালন করা হবে এবং পাশাপাশি, গ্রামীণ পুনরুজ্জীবনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সংস্কৃতির ভূমিকা প্রমাণিত হবে।’

সাম্প্রতিক বছরগুলোতে, ইউকেসেক সিগায়েটি শুধুমাত্র মঞ্চেই সক্রিয় ছিলেন না, বরং চীনা কমিউনিস্ট পার্টির সদস্যক্যাডার হিসেবে, ‘আওয়াতি’ কাউন্টির ‘ইঙ্গেরিক’ টাউনের সুয়াইদি গ্রাম ‘পরিদর্শন’-কাজেও অংশ নিয়েছেন। গত বছর, যখন তিনি তাজিক স্বায়ত্তশাসিত কাউন্টিতে আত্মীয়দের সাথে দেখা করতে যান, তখনও তিনি এলাকাটি ভালো করে পরিদর্শন করেন এবং বিস্তারিত খোঁজ-খবর নেন।

পরিদর্শন এবং গবেষণার সময়, তিনি বুঝতে পারেন যে, এখানকার ইয়াক ও ভেড়া অনন্য। তা ছাড়া, ইয়াক ও ভেড়ার খেলা চীনের তাজিক জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী খেলা। তিনি বলেন, ‘আমার দেশের সংখ্যালঘু জাতিগুলোর খেলাধুলার ইতিহাস সম্পর্কে জানা এবং এসব ক্রীড়াকে সমৃদ্ধ করার জন্য এ সম্পর্কে জানাশোনার কোনো বিকল্প নেই। সুরক্ষা, উত্তরাধিকার এবং প্রচারের মাধ্যমে, ইয়াক ও ভেড়ার খেলা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে এবং এতে স্থানীয় পর্যটনশিল্পও আরও উন্নত হতে পারে। নিঃসন্দেহে এটি এখানকার সকল জাতিগোষ্ঠীর মানুষের আয় বাড়াতেও ভূমিকা রাখবে।’

ইউকেসেক সিগায়েটি বলেন, ‘সিপিপিসিসির সদস্য হিসেবে নির্বাচন করে, দল ও জনগণ আমাকে সম্মানিত করেছে। আমি আন্তরিকতার সাথে আমার দায়িত্ব পালন করব, জীবনের গভীরে যাব, জনগণের মধ্যে শিকড় স্থাপন করব, এবং সর্বান্তকরণে মানুষের সেবা করব।’

এনপিসি’র প্রতিনিধি কুরবান নিয়াজি

চীনের জাতীয় গণকংগ্রেস

Share this story on

Messenger Pinterest LinkedIn