“শেকড়ের গল্প”
আর এভাবেই বদলে যাচ্ছে প্রচলিত কৃষির চিত্র। ঘুরছে উন্নয়নের চাকা। উপকৃত হচ্ছে কৃষক আর সব মিলিয়ে লাভবান হচ্ছে পুরো দেশের নাগরিকরা।
দ্বিতীয় অংশে মূলত আলোচনা করা হয় চীন দেশের চাষাবাদ পদ্ধতি নিয়ে।
শ্রোতারা এতে sজানতে পারবেন, চীনের কৃষি প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের অন্যান্য দেশ যেভাবে পেয়েছে ব্যাপক সফলতার ছোঁয়া। এ অংশের নাম আধুনিক কৃষির “দিন বদলের গল্প”। এছাড়াও থাকবে দেশটির বিভিন্ন প্রদেশের কৃষি বিষয়ক টুকরো খবর। ss