বাংলা

“শেকড়ের গল্প”

CMGPublished: 2023-01-18 20:32:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বিশ্ববাসীক ক্ষুধামুক্ত রাখতে অল্প অল্প করে ভূমিকা রাখছে চীনের অত্যাধুনিক কৃষি প্রযুক্তি। পেছনে পড়ে থাকা ছোট ছোট গ্রামগুলো মুক্তি পাচ্ছে দারিদ্রের শেকল থেকে। আর দিনশেষে স্বল্প পরিসরের উদ্যোগগুলো দেখছে সফলতার মুখ আর হয়ে উঠছে দেশের সামগ্রিক অর্থনীতির অন্যতম অনুসঙ্গ।

কিন্তু কম সময়ে এত বড় সফলতার গল্প কীভাবে সম্ভব করলো চীন দেশের কৃষকরা? সে গল্পই আপনারা জানতে পারবেন “শেকড়ের গল্প”অনুষ্ঠানে। শুরুতেই শ্রোতারা শুনতে পারবেন বিশ্বের সবচেয়ে আধুনিক “কৃষি-প্রযুক্তির”খবর।

এটি মূলত চায়না মিডিয়া গ্রুপ- সিএমজি বাংলার বাংলাদেশ ব্যুরোর কৃষি বিষয়ক বিশেষ রেডিও অনুষ্ঠান। যা সঞ্চালনার দায়িত্বে রয়েছেন রয়েছেন এইচ আর এস অভি।

নিজ দেশের নাগরিকদের জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে কৃষি ক্ষেত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে চীssন। সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি জমিতে স্প্রে করা হয় প্রাকৃতিক ফার্টিলাইজার আর পর্যাপ্ত পানি।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn