বাংলা

সহজ চীনা ভাষা: ড্রাগনের চোখ আঁকা

CMGPublished: 2024-02-06 10:00:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কথোপকথন---চীনা রাশিচক্র

চীনের চান্দ্রপঞ্জিকায় প্রত্যেক যুগকে ১২টি প্রাণীর নামে চিহ্নিত করা হয়। শুরুতে যা সময় পরিমাপের জন্য, লোকবিশ্বাসের সঙ্গে মিশ্রিত ছিল। ১২টি প্রাণী ক্রমে ক্রমে বিভিন্ন অর্থ গ্রহণ করা হয় এবং চীনা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা চীনা রাশিচক্রের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এবং এ সম্পর্কিত কিছু চীনা ভাষা শেখাবো।

生肖 shēng xiāo চীনা রাশিচক্র 十二生肖 shí èr shēng xiāo ১২টি চীনা রাশিচক্র

১২টি চীনা রাশিচক্র হল:

鼠 shǔ ইঁদুর 牛 niú গরু 虎 hǔ বাঘ 兔tùখরগোস

龙 lóng ড্রাগন 蛇shé সাপ 马mǎ ঘোড়া 羊 yáng ছাগল

猴 hóu বানর 鸡 jī মোরগ 狗 gǒu কুকুর 猪 zhū শুয়োর

你属什么?/ nǐ shǔ shěn me?

你的生肖是什么?nǐ de shēng xiāo shì shěn me ? তোমার রাশিচক্র কি?

我属龙 wǒ shǔ lóng আমার রাশিচক্র ড্রাগন

প্রাচীনকালে রাজবংশগুলোর রাজারা নিজেদের ড্রাগনের মূর্ত প্রতীক বলে মনে করতেন। তাই চীনে ড্রাগন ক্ষমতার প্রতীক। যাদের রাশিচক্র ড্রাগন, তারা প্রতিভাবান, উচ্চাকাঙ্ক্ষা ও নেতৃত্বের দক্ষতা আছে বলে ধারণা করা হয়। অন্যান্য রাশিচক্রের মানুষেরও নিজের বিশেষ বৈশিষ্ট্য আছে। যেমন চীনারা সাধারণত মনে করে:রাশিচক্র ইঁদুর, তারা স্মার্ট, ধারণা বেশি;গরু, পরিশ্রমী ও ইচ্ছাশক্তি দৃঢ়; বাঘ, শক্তিশালী ও সাহসী;খরগোস, কোমল ও আবেগপূর্ণসাপ, রহস্যময় ও শান্ত;ঘোড়া, ইতিবাচক ও রোমান্টিক;ছাগল, বন্ধুত্বপূর্ণ ও যুক্তিসম্মতবানর, তীব্র কৌতূহল ও উচ্চ শেখা দক্ষতামোরগ, প্রতিযোগিতামূলক ও বিতর্কে ভালোকুকুর, আনুগত্য ও ন্যায়নিষ্ঠশুয়োর, সহানুভূতিশীল ও অন্যদের সাহায্য করতে ইচ্ছুক।

এ ১২টি রাশিচক্রে বারো বছর করে পর্যায়ক্রমে আসে। প্রতি ১২ বছর পর নিজের রাশিটি আবার ফিরে আসে। যখন সেই বছরের রাশি আপনার রাশি হয়, তখন চীনা ভাষায় সেই বছর ‘本命年(běn mìng nián )’ কে বলা হয়।

今年是我的本命年 jīn nián shì wǒ de běn mìng nián এ বছরের রাশিচক্র আমার রাশিচক্র একই

明年是他的本命年 míng nián shì tā de běn mìng nián আগামী বছর রাশিচক্র তার রাশিচক্র হবে।

চীনারা মনে করে যদি ‘本命年’ আসে তাহলে সৌভাগ্যও আসবে। আর তা স্বাগত জানানো এবং স্বাস্থ্য ও শান্তি কামনার জন্য মানুষরা নিজের ‘本命年’ লাল পোশাক পরে।

যাই হোক, আশা করি সবাই নতুন বছরে ভালো ও সুস্থ থাকবে, সুন্দর জীবন কাটাবেন।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn