বাংলা

সহজ চীনা ভাষা: খেঁকশিয়াল বাঘের শক্তির ভান করে

CMGPublished: 2023-10-31 10:00:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজ যে ছেং ইয়ু আপনাদেরকে শিখাবো তা হল ‘狐假虎威’, এর আক্ষরিক অর্থ ‘খেঁকশিয়াল বাঘের শক্তির ভান করে’। এই ছেং ইয়ুও একটি ঐতিহাসিক গল্প ও উপকথা, যা চীনের বিখ্যাত প্রাচীন ইতিহাস বই ‘চান কুও ছ্য’তে রেকর্ড করা হয়েছে। এই গল্পটি এমন:

যুদ্ধেলিপ্ত রাষ্ট্রগুলোর যুগে ছু রাজ্য একসময় খুব শক্তিশালী ও সমৃদ্ধ ছিল। ছু রাজ্যের রাজা আবিষ্কার করেন যে, অন্যান্য রাজ্য তার জেনারেলকে ভয় পায়। তার খুব অদ্ভুত লাগে এবং তার মন্ত্রীদেরকে জিজ্ঞেস করেন। তার একজন মন্ত্রী তাকে একটি উপকথা বলেন।

উপকথায় বলা হয়, অতীতে পাহাড়ে একটি বাঘ ছিল। খুব ক্ষুধার্ত হলে বাঘটি বাইরে শিকার করতে যায়। বনের মধ্যে বাঘ একটি খেঁকশিয়াল দেখতে পায় এবং অনায়াসে খেঁকশিয়ালটিকে ধরে ফেলে। ঠিক খেঁকশিয়ালকে খাবার সময় চালাক খেঁকশিয়াল একটি কথা বলে। সে বাঘকে বলে, আমি বনের রাজা! কিভাবে আমাকে খাওয়ার সাহস পাও? এক মুহূর্তে বাঘ হতবাক হয়ে যায়। খেঁকশিয়াল আরো বলে, তুমি শক্তিশালী হলেও স্বর্গের সম্রাট আমাকেই বনের রাজার খেতাব দিয়েছেন। কোনো প্রাণী যদি আমাকে খায়, তার কঠোর শাস্তি হবে। বাঘ খেঁকশিয়ালের কথা শুনে খুব দ্বিধার মধ্যে পড়ে যায়। সে নিজেই বনের রাজা হলেও খেঁকশিয়ালের খুব উদ্ধত ও দৃঢ় আচরণ দেখে সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। বাঘের দ্বিধা দেখে খেঁকশিয়াল আরও আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, তুমি আমার কথা বিশ্বাস করছো না? তাহলে আমার সঙ্গে বাইরে ঘুরতে চলো। সব প্রাণী আমাকে দেখেই ভয়ে পালিয়ে যাবে। বাঘ খেঁকশিয়ালের প্রস্তাব গ্রহণ করে। তারা একসঙ্গে বনের গভীরে যায়। খেঁকশিয়াল অহংকারীভাবে সামনে হাঁটতে থাকে, বাঘ তার পেছনে যায়। তার কথামতো, সব পশুপাখি খেঁকশিয়ালকে দেখেই ভয়ে পালিয়ে যেতে থাকে! খেঁকশিয়াল গর্ব করে বাঘের দিকে তাকায়। বাঘ অনেক অবাক হয়। তবে সে বুঝতে পারছে না যে, পশুপাখি খেঁকশিয়ালকে ভয় পাচ্ছে না, বরং খেঁকশিয়ালের পেছনের বাঘকে দেখে ভয় পাচ্ছে!

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn