বাংলা

সহজ চীনা ভাষা: ধামাচাপা দেওয়ার বদলে সত্য উন্মোচন করা

CMGPublished: 2023-05-23 10:00:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কথোপকথন---জাদুঘর ও প্রদর্শনী

জাদুঘর একটি শহর ও দেশের ইতিহাস, সংস্কৃতি জানার ভালো জায়গা। চীনের রাজধানী বেইজিংয়ে মোট ১৫৭টি জাদুঘর আছে, প্রতি মাসে গড়ে ৫০টি নতুন প্রদর্শনী আয়োজন করা হয়। এসব প্রদর্শনী শুধু চীনের শিল্পকর্মই প্রদর্শন করে না, বরং চীন ও বিদেশের যোগাযোগ বাড়ার সঙ্গে সঙ্গে অনেক বিদেশি শিল্পকর্ম ও পুরাকীর্তি চীনে প্রদর্শন করা হয়, চীনের পুরাকীর্তিও বিদেশে প্রদর্শিত হয়। এসব বৈচিত্র্যময় প্রদর্শনীর মাধ্যমে মানুষ শিল্প উপভোগ করতে পারে এবং পারস্পরিক বোঝাপড়াও বাড়ে।

博物馆 bó wù guǎn জাদুঘর参观博物馆 cān guān bó wù guǎn জাদুঘরপরিদর্শনকরা逛博物馆 guàng bó wù guǎn জাদুঘরঘুরেদেখা

展览 zhǎn lǎn প্রদর্শনী展览馆 zhǎn lǎn guǎn প্রদর্শনীহল画展 huà zhǎn চিত্রপ্রদর্শনী服饰展览 fú shì zhǎn lǎn পোশাকপ্রদর্শনী

你喜欢逛博物馆吗?nǐ xǐ huān guàng bó wù guǎn ma ?তুমিজাদুঘর/প্রদর্শনীতেঘুরেবেড়াতেপছন্দকরো?

展出 zhǎn chūপ্রদর্শনকরা

这里正在展出什么?zhè lǐ zhèng zài zhǎn chūshěn me এখানেকিকিপ্রদর্শনকরাহচ্ছে?

这个博物馆主要展出中国古代的瓷器

zhè gè bó wù guǎn zhǔ yào zhǎn chū zhōng guó gǔ dài cī qì

এই জাদুঘরে প্রধানত চীনের প্রাচীন চীনামাটির পাত্র প্রদর্শন করা হয়।

展品 zhǎn pǐn প্রদর্শিতবস্তু/প্রদর্শনীসামগ্রী精美的展品 jīng měi de zhǎn pǐn সূক্ষ্ম/সুন্দরসামগ্রী

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn