বাংলা

সহজ চীনা ভাষা: ধামাচাপা দেওয়ার বদলে সত্য উন্মোচন করা

CMGPublished: 2023-05-23 10:00:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকেরঅনুষ্ঠানেযে‘ছেংইয়ু’আপনাদেরকেশিখাবোতাহল‘此地无银三百两’,এরঅর্থ‘সত্যকেধামাচাপাদেওয়ারকথাছিল,কিন্তুতারবদলেসত্যউন্মোচনকরেছে’।চীনেরছেংইয়ুসাধারণত৪টিঅক্ষরদিয়েগঠিত।তবেকিছুকিছুছেংইয়ু’র৪টিরওবেশিঅক্ষরআছে।যেমন,আজকেরএইছেংইয়ু।যাএকটিলোককাহিনীথেকেএসেছে।এইলোককাহিনীতেবলাহয়,প্রাচীনকালেচাংসাননামেএকব্যক্তিছিল।সেপ্রতিদিনপরিশ্রমেরসঙ্গেকৃষিকাজকরত,অবশেষে৩০০টেইলস্‌রূপা(300 taels of silver)সঞ্চয়করেছে।সেখুবখুশিহয়,কিন্তুসবসময়চিন্তাকরেযে,অন্যমানুষতারটাকাচুরিকরবে।অনেকচিন্তাকরেচাংসান৩০০টেইলস্‌রূপাএকটিবড়বক্সেরেখেদেয়,তারপরবাড়িরপিছনেরখোলাজায়গায়একটিগর্তখুঁড়েবক্সটিমাটিরগভীরেপুঁতেরাখে।এসবকাজশেষকরেচাংসানবাসায়ফিরেযাচ্ছিলেন।তবে,যাওয়ারআগেযেখানেবাক্সপুঁতেরেখেছিলসেখানেতাকিয়েচিন্তাকরে,কেউযদিতারবাক্সখননকরেতখনকিহবে।হঠাততারএকটি‘ভালো’ধারণাহয়।সেকাগজেলিখেদেয়‘এখানে৩০০টেইলস্‌রূপানেই’এবংকাগজপাশেরেখেবাড়িতেফিরেযায়।

চাং সানের প্রতিবেশী ওয়াং আর তার আচরণ দেখে এবং খুব কৌতূহল জাগে! রাতে চাং সান ঘুমিয়ে গেলে ওয়াং আর সেই খোলা জায়গায় যায়। সে কাগজটি দেখে বুঝতে পারে চাং সান সেখানে ৩০০ টেইলস্‌ রূপা পুঁতে রেখেছে। তাই সে বাক্স খনন করে চাং সানের টাকা চুরি করে। ওয়াং আর মনে মনে খুব উত্তেজিত হয়। সে খুব ভয় পায় যে চাং সান এই ব্যাপারটি জেনে যাবে। তাই ওয়াং আর গর্ত পুনরায় পূরণ করে দেয় এবং পাশে আরও একটি কাগজ রাখে। সেখানে লেখা হয় ‘পাশের ওয়াং আর তা চুরি করেনি’। পরদিন চাং সান সেখানে গিয়ে আবিষ্কার করে যে, তার সম্পদ চুরি হয়ে গেছে। কাগজটি দেখে বুঝতে পেয়েছে প্রতিবেশী ওয়াং আর হল চোর।

পরেলোকজন‘此地无银三百两’অর্থাত‘এখানে৩০০টেইলস্‌রূপানেই’দিয়ে‘সত্যকেধামাচাপাদেওয়ারবদলেসত্যউন্মোচিতহয়েযাওয়ার’অর্থপ্রকাশকরে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn