সহজ চীনা ভাষা---‘পুরানো শহরের শরত্কাল’
বন্ধুরা,আজআমরানতুনএকটিপাঠশেখাবো।এরশিরোনামপুরানোশহরেরশরত্কাল,এরচীনানাম‘故都的秋’।বন্ধুরা,পাঠেরঅর্থজানিয়েদেওয়ারআগেআপনাদেরকেপ্রথমেএইপাঠেরলেখকেরসংক্ষিপ্তপরিচয়জানিয়েদেই।এইপাঠেরলেখকহলেনইয়ুতাফু।তিনিবিখ্যাতআধুনিকচীনাসাহিত্যিক।যৌবনকালেতিনিপড়াশোনারজন্যতারবড়ভাইয়েরসঙ্গেজাপানেযান।সেইসময়েতিনিপ্রবন্ধরচনাশুরুকরেন।তখনতিনিছাড়াচীনেরঅনেকতরুণলেখকজাপানেপড়াশোনাকরতেন,মুক্তভাবেসাহিত্যরচনাকরেন।ইয়ুতাফুতাদেরসঙ্গে‘নব্যতাপ্রবর্তন’নামেএকটিসাহিত্যিকগ্রুপপ্রতিষ্ঠাকরেন।তাদেররচনায়সামন্তসংস্কৃতিওসাম্রাজ্যবাদেরবিরোধিতাকরাহয়এবংআত্ম-প্রকাশওব্যক্তিরমুক্তিতেউত্সাহদেয়।তারাচীনের‘নতুনসাহিত্যআন্দোলনে’গুরুত্বপূর্ণভূমিকাপালনকরেন।১৯২১সালেইয়ুতাফু’রপ্রথমউপন্যাসসংগ্রহ‘ডুবেগেছে’প্রকাশিতহয়,এটাওচীনেরপ্রথমআধুনিকউপন্যাসসংগ্রহ।চীনেফেরারপরতিনিবিভিন্নবিশ্ববিদ্যালয়েশিক্ষকতারকাজকরেন।পরেচীনেরজাপান-বিরোধীযুদ্ধহয়।যুদ্ধেনাগেলেওইয়ুতাফুপ্রবন্ধরচনাকরেযুদ্ধেরফ্রন্টলাইনেদাঁড়ান।১৯৪৫সালেশত্রুরগুলিতেতিনিমারাযান।
আজকের পাঠটি ইয়ু তা ফু’র বেইজিংয়ে থাকার সময়ে লেখা একটি প্রবন্ধ। প্রবন্ধে তিনি লিখেছেন শরত্কালে বেইজিংয়ের ফুল, সোনালি পাতা, ফল, বৃষ্টি......এসব তিনি বেশ পছন্দ করেন, সাধারণ জিনিস থেকে জীবনের সৌন্দর্য ও আনন্দ অনুভব করেন। এই ঋতুর বিশেষ দৃশ্য ও পরিবেশ থেকে চীনা সাহিত্য ও সংস্কৃতির প্রতি তার চিন্তাভাবনাও প্রতিফলিত হয়। তিনি এসব লিখে আশা করেন যে, মাতৃভূমির প্রতি মানুষের ভালোবাসা ও সৌন্দর্যের অনুভূতি জেগে উঠবে।
বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:
故 gùপুরানো故都 gù dūপুরানোরাজধানী故友gù yǒu পুরানোবন্ধু故乡gù xiāng জন্মস্থান故址gù zhǐপুরানোঠিকানা