বাংলা

বিপ্লবী-থিমযুক্ত টিভি সিরিজ সিবেই শুয়েই ইয়ু বা ‘উত্তর-পশ্চিম চীনের সময়কাল’

CMGPublished: 2024-11-14 19:20:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রধান বিপ্লবী-থিমযুক্ত ৩৯ পর্বের টিভি সিরিজ ‘নর্থওয়েস্টার্ন ইয়ার্স’ বা ‘উত্তর-পশ্চিম চীনের সময়কাল’ চায়না মিডিয়া গ্রুপের সিসিটিভি কমপ্রিহেনসিভ চ্যানেলে ৫ নভেম্বর রাত ৮টায় সম্প্রচার করা হয়। নাটকটি উত্তর-পশ্চিমে যুদ্ধ বিপ্লবের অতীতকে পুনরুজ্জীবিত করে এবং চীনা কমিউনিস্টদের আধ্যাত্মিক চেতনাকে অব্যাহত রাখে।

‘উত্তর-পশ্চিম চীনের সময়কাল’ পার্টির ইতিহাস অনুসরণ করে এবং উত্তর-পশ্চিম চীনের অশান্ত বিপ্লবী বছরগুলোকে শৈল্পিক উপায়ে ক্যামেরায় তুলে আনে। এতে সি চোং সুইন এবং অন্যান্য পুরানো প্রজন্মের মজুর-শ্রেণীর বিপ্লবীরা, যারা মহান উচ্চাকাঙ্ক্ষা ও দৃঢ় বিশ্বাসের সাথে পার্টি এবং জনগণের স্বার্থের জন্য রক্তক্ষয়ী যুদ্ধ করেছিলেন, তাদের গল্প তুলে ধরা হয়। তারা একমাত্র অবশিষ্ট বিপ্লবী ঘাঁটি এলাকাকে রক্ষা করা থেকে চিয়াং কাই-শেকের শাসনকে উৎখাত করা পর্যন্ত সত্য খোঁজার উপর জোর দিয়ে জনগণকে নির্ভর করে গণপ্রজাতন্ত্রি চীন প্রতিষ্ঠা করেন।

কমরেড সি চোং সুইন চীনের কমিউনিস্ট পার্টির একজন অসামান্য সদস্য, একজন মহান কমিউনিস্ট যোদ্ধা, একজন অসামান্য মজুর-শ্রেণীর বিপ্লবী, চীনে কমিউনিস্ট পার্টি ও সেনাবাহিনীর একজন অসামান্য রাজনৈতিক নেতা এবং শায়ানসি-কানসু সীমান্ত বিপ্লবী ঘাঁটি নির্মাণের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা ও নেতা। পুরো নাটকটি উত্তর-পশ্চিম অঞ্চলে বিপ্লবী ঘাঁটি এলাকা তৈরি করতে জনসাধারণকে একত্রিত করা, সীমান্ত এলাকার উত্তর ও দক্ষিণ ফটকগুলোকে পাহারা দেওয়া, পার্টির কেন্দ্রীয় কমিটিকে রক্ষা করতে কমরেড পোং দ্য হুয়েইকে সহযোগিতা করা, ভূমির বিপ্লবে বিচ্যুতি ঠিক করা এবং উত্তর-পশ্চিম চীনে থাকাকালে জাতিগত এবং ধর্মীয় সমস্যাগুলো সমাধান করা ও উত্তর পশ্চিম চীনের অর্থনীতি ও সমাজসহ নানা কাজ উন্নয়নের ক্ষেত্রে সি চোং সুইনের অসাধারণ অভিজ্ঞতা এবং মহান কৃতিত্বকে ঘিরে করে নির্মিত হয়। তিনিই কীভাবে একজন দরিদ্র কৃষকের ছেলে থেকে একজন নেতা হিসেবে দায়িত্ব পালনের পথে চলে এসেছেন, তারই অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে টিভি নাটকটিতে।

চীনের কমিউনিস্ট পার্টির ইতিহাসে শায়ানসি-কানসু-নিংসিয়া পুরানো বিপ্লবী ঘাঁটি অঞ্চলগুলোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ অবস্থান রয়েছে। কৃষি বিপ্লবী যুদ্ধের সময় একটি লাল বিপ্লবী ঘাঁটি তৈরি করা হয়েছিল, এটি ছিল কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রেড আর্মির লং মার্চের পাদদেশ এবং জনগণের সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে পার্টির জাপানি আগ্রাসন বিরোধি প্রতিরোধ যুদ্ধফ্রন্টে চলে যাওয়া এবং নয়াচীনের দিকে অগ্রসর হওয়ার সূচনাবিন্দু। নাটকটি উত্তর-পশ্চিমের দুর্দান্ত বিপ্লবী ইতিহাসের একটি প্যানোরামিক ভিউ দেওয়ার জন্য প্রথম মহাকাব্যিক মাস্টারপিস। এটি লিউ চি তান, সিয়ে চি ছাং, সি চোং সুইন, চাং চোং সুন, ওয়াং থাই চি, ওয়াং শি থাই এবং ছি সিনসহ উত্তর-পশ্চিম বিপ্লবে লিপ্ত থাকা বিপুল সংখ্যক বিপ্লবী ব্যক্তিত্ব যারা উত্তর-পশ্চিমে যুদ্ধ করেছিলেন তাদের চিত্র উপস্থাপন করেছে। নাটকটি আমাদের পার্টির নেতারা, যেমন মাও চে তোং, চৌ এন লাই, লিউ শাও ছি, চু দে, রেন বিশি, সেইসাথে পেং দেহুয়েই, হে লোং, ওয়াং চেন প্রভৃতি জেনারেলদেরকেও প্রাণবন্তভাবে চিত্রিত করেছে এবং প্রচুর সংখ্যক উত্তর-পশ্চিমের মানুষের প্রাণবন্ত চিত্র তুলে ধরেছে। এতে কেবল মহান যুদ্ধের দৃশ্যই উপস্থাপন করা হয়নি, বরং কাব্যিক অভিব্যক্তি কৌশল ব্যবহার করে শৈল্পিক উপস্থাপনায় ঐতিহাসিক বাস্তবতাকে সমন্বিত করে, উত্তর-পশ্চিম বিপ্লবের ইতিহাসে এবং শায়ানসি -কানসু বিপ্লবী ঘাঁটি নির্মাণের ইতিহাসে প্রধান বিপ্লবী-থিমযুক্ত চলচ্চিত্র এবং টেলিভিশন কাজের সৃজনশীল শূন্যতা পূরণ করে।

Share this story on

Messenger Pinterest LinkedIn