বাংলা

চীনের পর্যটন শিল্পের উন্নয়নে ঐতিহাসিক সাফল্য

CMGPublished: 2024-05-30 16:44:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পর্যটনের প্রতি মানুষের উৎসাহ উদ্দীপিত করার জন্য, প্রাসঙ্গিক বিভাগগুলো পর্যটন প্রচারকে জোরদার করেছে, ভোগ-প্রচার কার্যক্রম পরিচালনা করেছে, ‘চীন পর্যটন দিবস’সহ নানা কার্যক্রমের আয়োজন করেছে। ভোগ-প্রচার এবং মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য বিভিন্ন পদক্ষেপের ধারাবাহিকতায় ব্যয় বৃদ্ধি পাচ্ছে।

পর্যটন জনসাধারণের পরিষেবার স্তর উন্নত করার জন্য চীন ৩৫০০টিরও বেশি পর্যটন পরিষেবা কেন্দ্র তৈরি করেছে, দেড় লাখ ট্যুরিস্ট টয়লেট নতুন করে তৈরি, সংস্কার ও সম্প্রসারণ করেছে, পর্যটন সুবিধার ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তুলেছে এবং উন্নত স্মার্ট ট্যুরিজম ও সভ্য পর্যটনের পরামর্শ দিয়েছে, ফলে জনসাধারণের ভ্রমণ আরও সুবিধাজনক হয়েছে।

চলতি বছর থেকে হারবিন শহর জনপ্রিয় হয়ে ওঠে। বসন্ত উত্সবের ছুটির সময় সেখানে ভ্রমণকারীদের সংখ্যা ১০.০৯ মিলিয়ন পার্সন-টাইমস এবং পর্যটনের মোট আয় ১৬.৪ বিলিয়ন আরএমবি হয়েছে।

চিত্তাকর্ষক পরিসংখ্যান অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রক্রিয়ায় পর্যটনের শক্তিশালী চালিকা শক্তি প্রদর্শন করে। পর্যটন শিল্প ক্রমশই একটি উদীয়মান কৌশলগত মূল শিল্পে পরিণত হয়েছে।

গ্রামীণ এলাকায় পর্যটন গ্রামীণ পুনরুজ্জীবনকে শক্তিশালী করে এবং গ্রামীণ অবকাঠামো, গণপরিবহন, শহুরে ও গ্রামীণ পরিবেশের উন্নতি এবং সংশ্লিষ্ট শিল্পের উন্নয়নকে এগিয়ে নিয়েছে। অধিক থেকে অধিকতর গ্রাম পর্যটনের বিকাশের মাধ্যমে সমৃদ্ধির পথে যাত্রা করেছে এবং পুনরুজ্জীবনের দ্বার উন্মুক্ত করেছে।

জেলায় পর্যটন বাজার সাংস্কৃতিক পর্যটন ভোগের নতুন গতি প্রকাশ করেছে। বিভিন্ন জেলায় জাতীয় এ-স্তরের দর্শনীয় স্থানের অনুপাত ২০১২ সালের ৭৩ শতাংশ থেকে ২০২৩ সালের ৯৩ শতাংশে বৃদ্ধি পায়। দর্শনীয় স্থানগুলো পর্যটন উন্নয়ন এবং জেলার অর্থনৈতিক উন্নয়নকে দৃঢ়ভাবে সমর্থন করে থাকে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn