বাংলা

চীনের প্রথম অফিসিয়াল এফ ১ চালক চৌ কুয়েন ইউ

CMGPublished: 2024-05-02 16:19:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০২১ সালে, চৌ কুয়েন ইউ চীনের প্রথম অফিসিয়াল এফ-ওয়ান ড্রাইভার হয়েছিলেন। এফ-ওয়ানে তার কৃতিত্ব সকলের কাছে সুস্পষ্ট। তিনি ২০২২ কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্সে শীর্ষ আটে পৌঁছেছিলেন, বছরের সেরা অটোস্পোর্ট’ রুকি (নতুন তারকা) নির্বাচিত হয়েছিলেন, ২০২৩ সালে হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স যোগ্যতা অর্জনে পঞ্চম স্থানে ছিলেন এবং সফলভাবে ২০২৪ সালে সিজন সম্পন্ন করেন। প্রতিটি পর্যায়ই গুরুত্বপূর্ণ। এফ-থ্রিতে বার্ষিক চ্যাম্পিয়নশিপ জেতা থেকে এফ-টু রেস জেতা এবং বছরের সেরা তিনে থাকা পর্যন্ত, প্রতিটি ফলাফল তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

২০২৪ এফ-ওয়ান চাইনিজ গ্র্যান্ড প্রিক্স হল শাংহাই ইন্টারন্যাশনাল সার্কিটের ২০তম বার্ষিকী। চৌ কুয়েন ইউ বলেন, ‘আমি এফ-ওয়ানে যোগ দিয়েছি, শাংহাই ইন্টারন্যাশনাল সার্কিটে সর্বদাই আসতে চেয়েছিলাম আমি। এটি এমন একটি ট্র্যাক যা আমার কাছে একইসঙ্গে পরিচিত এবং অপরিচিত। নিজের জন্মস্থানে খেলার চাপের বিষয় তিনি শান্তভাবে বলেন, চাপের চেয়ে আমি বেশি প্রেরণা পেয়েছি। ভক্তদের এবং আমার প্রত্যাশা অনুযায়ী, খেলার মাঠে আমি ভালো পারফরম্যান্স করতে পেরেছি।’

জন্মস্থানের প্রতি নিজের ভালোবাসা চৌ কুয়েন ইউয়ের হেলমেটের নকশায় মেশানো হয়। শাংহাইয়ের রেলপথ তার হেলমেটে ছাপানো হয়। তিনি বলেন, এসব উপাদানকে বিশ্বের কাছে দেখাতে চান। কারণ তিনি চীনের শাংহাই থেকে আসা চীনা চালক। আশা করা যায় যে, সারা বিশ্ব চীনের রেসিংয়ের উন্নয়ন দেখতে পাবে এবং আরো বেশি চীনা তরুণ ড্রাইভার বিশ্ব আসরে অংশ নিতে পারবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn