বাংলা

চীনের প্রথম অফিসিয়াল এফ ১ চালক চৌ কুয়েন ইউ

CMGPublished: 2024-05-02 16:19:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা এফ-ওয়ানের চায়নিজ গ্র্যান্ড প্রিক্স সম্প্রতি শাংহাই ইন্টারন্যাশনাল সার্কিটে উদ্বোধন হয়েছে। চীনের প্রথম এফ-ওয়ান অফিসিয়াল ড্রাইভার চৌ কুয়েন ইউ হোম গ্রাউন্ডে নিজের প্রথম শো উপস্থান করেন। সিনহুয়া বার্তা সংস্থার কাছে দেওয়া সাক্ষাত্কারে তিনি আশা করেন, আরও বেশি সংখ্যক লোক রেসিংয়ে মনোযোগ দেবে এবং আরও বেশি সংখ্যক যুবক রেসিং স্পোর্টসে অংশগ্রহণ করবে। চীনের রেসিং শিল্প অবশ্যই আরও উন্নত হবে বলে তিনি বিশ্বাস করেন।

চৌ কুয়েন ইউ বলেন, ‘শাংহাই স্টেশন ছাড়া আমার স্বপ্নের কোন সূচনা হবে না। ২০ বছর পরে চাইনিজ গ্র্যান্ড প্রিক্সের গ্রিডে দাঁড়াতে পারব না। এফ-ওয়ান সাংহাই স্টেশনের প্রতিষ্ঠা আরও চীনা চালকদের বিশ্বের দিকে যাওয়ার সুযোগ দিয়েছে।’

২০০৪ সালে যখন প্রথম এফ-ওয়ান চায়নিজ গ্র্যান্ড প্রিক্স অনুষ্ঠিত হয়েছিলো তখন চৌ কুয়েন ইউ’র বয়স মাত্র ৫ বছর।

তিনি বলেন, ‘২০০৪ সালে, আমি একটি ছোট খেলনা গাড়ির অনুরাগী ছিলাম, রেসিং কী তা বুঝতামই না। পরে, ধীরে ধীরে আমার প্রিয় আইকন চালক পেয়ে যাই, যাকে আমি সমর্থন করতাম। কার্টিং রেসিং থেকে শুরু করে এখন পর্যন্ত আমি আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি। আমি নিজেকে বলতে চাই, ‘তোমার স্বপ্নে অটুট থাকো, তুমি একটি দুর্দান্ত কাজ করছো। সংঘাতে ভয় পাবেন না, নিজের ওপর বিশ্বাস রাখো, তুমি বিদেশি চালকদের চেয়ে খারাপ নও।’

চৌ কুয়েন ইউ আবেগের সঙ্গে বলেন, ‘একটি অপরিচিত পরিবেশে, আমাকে গাইড করার মতো কেউ ছিল না, তাই আমি শখ থেকে একজন পেশাদার ড্রাইভারে রূপান্তরিত করার জন্য নিজের এবং আমার দলের উপর নির্ভর করেছিলাম। চীনে আমি একজন চ্যাম্পিয়ন ড্রাইভার, কিন্তু যখন ইউরোপে যাই, তখন আমি আবিষ্কার করেছি যে, প্রতিযোগিতায় আমার সমবয়সীরা অনেক ভালো। অবশেষে, আমি সৌভাগ্যবান ছিলাম যে আমি অবশেষে এফ-ওয়ানে যোগ দিয়েছি এবং এ কাজ নিয়ে আমি কখনও অনুতাপ করিনি।’

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn