বাংলা

আলিপে’র দক্ষিণ আফ্রিকান সংস্করণ

CMGPublished: 2023-11-23 18:36:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনা মোবাইল ফোন অ্যাপ্লিকেশন আলিপে’কে কপি করা হয়েছে ভোডাপেতে। চীনা প্রযুক্তি কোম্পানির ব্যবসায়িক ব্যাপ্তি ও সক্ষমতার কারণে ভোডাকম গ্রুপ এ চীনা কোম্পানির সঙ্গে সহযোগিতার মাধ্যমে গবেষণা ও উন্নয়ন করার সিদ্ধান্ত নেয়। ভোডাকম গ্রুপের আর্থিক পরিষেবা বিভাগের প্রশাসনিক পরিচালক রিকার্ডো প্ল্যাট বলেন,

“আমরা বিশ্বজুড়ে অনুসন্ধান করি এবং অনেক আন্তর্জাতিক অংশীদারদের সাথে ব্যাপক যোগাযোগের মধ্য দিয়ে সেরা প্ল্যাটফর্ম খুঁজে পাই। ‘আলিপে’ সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম এবং সেরা প্রযুক্তি অংশীদার হিসেবে বিবেচিত হয়। প্রথমত, তাদের কর্মপরিধি সত্যিই বৃহৎ এবং তারা অনেক উন্নয়নশীল বাজারে পরিসেবা প্রদানে সক্ষম বলে প্রমাণ করেছে। দ্বিতীয়ত, তাদের প্ল্যাটফর্মে যে বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়, পরিসরের বিচারে তার সঙ্গে অন্য কোনও প্ল্যাটফর্ম মেলে না। তাই আমরা ‘আলিপে’কে ভোডাকম গ্রুপের কৌশলগত অংশীদার হিসেবে বেছে নিয়েছি।”

ভোডাপে’র প্রবর্তন ও ব্যাপক ব্যবহার দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকান দেশগুলোতে ডিজিটাল ফাইন্যান্সের বিকাশকে উন্নীত করেছে এবং কিছু মাত্রায় আফ্রিকান ডিজিটাল বাজারের বিকাশে ব্যবধানও কমিয়েছে। দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটি অব জোহানেসবার্গ বিজনেস স্কুলের ডিন রান্ডাল ক্যারোলিসেন বলেন,

“বিজ্ঞান ও প্রযুক্তি খাতে এবং অবশ্যই গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে আফ্রিকার বৃহত্তম বিনিয়োগকারী চীন। আমি মনে করি, চীনের বিজ্ঞান ও প্রযুক্তি অর্থনৈতিক মঙ্গল বাড়াতে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাহায্য করবে। কারণ দরিদ্ররা নতুন অর্থনীতিতে একীভূত হওয়ার সুযোগ পাবে এবং শিক্ষার সুযোগও পাবে। সুতরাং এগুলো সবই ভাল এবং আফ্রিকাতে আমাদের এটাই দরকার।”

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn