বাংলা

অভাবী মানুষদের ‘উষ্ণ বাড়ি’ চেচিয়াংয়ের ‘দাতব্য সুপারমার্কেট’

CMGPublished: 2023-10-19 15:17:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের চেচিয়াং প্রদেশের হুচৌ শহরের আনচি জেলায় এমন এক ধরনের সুপারমার্কেট রয়েছে, যেগুলো সাধারণ গ্রাহকদের জন্য কেনাকাটা করা এবং দাতব্য কর্মকাণ্ড চালানোর স্থান অন্যদিকে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য উষ্ণ ‘বাড়ি’। স্থানীয় নাগরিকরা এই ধরনের সুপারমার্কেটকে ‘দাতব্য সুপারমার্কেট’ হিসেবে আখ্যায়িত করে থাকেন।

এখন একসঙ্গে আনচি জেলার ‘দাতব্য সুপারমার্কেটে’ ঘুরে বেড়াবো।

‘দাতব্য সুপারমার্কেটের’ প্রধান দোকানে প্রবেশ করলে দেখা যায়, ৪০০ বর্গমিটারেরও বেশি আয়তনের সুপারমার্কেটে চাল, তেল, লবণ, লন্ড্রি ডিটারজেন্ট ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা আছে এবং সুপার মার্কেটের দাতব্য বিক্রয় এলাকার কোণে প্রায় নতুন পোশাক সুন্দরভাবে ঝুলিয়ে রাখা আছে।

চিয়াং চোংপিং টানা ৫ বছর ধরে আনচি জেলায় চাকরি করেন। তার ও স্ত্রীর মাসিক আয় স্থিতিশীল নয় এবং তাদের দু’জন সন্তানের লালন-পালন করতে হয়। সুবিধাবঞ্চিত গোষ্ঠীর তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার পর চিয়াং চোং পিং দম্পতি ‘দাতব্য সুপারমার্কেটের’ দেওয়া শপিং কার্ড পেয়েছেন এবং সুপারমার্কেটের বিভিন্ন সুবিধা ভোগ করেছেন।

রোগে আক্রান্ত সিয়ে কুই লান আনজি জেলার একটি নিম্ন-আয়ের পরিবারের সদস্য। গত বছরের নভেম্বর মাসে আনচি জেলায় ‘দাতব্য সুপারমার্কেট’ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তিনি এবং জেলার আরও ৫ হাজারেরও বেশি নিম্ন-আয়ের পরিবার বিনামূল্যে সুপারমার্কেট থেকে দেওয়া পাঁচ শ’ ইউয়ান মূল্যের একটি লাল কার্ড এবং পাঁচ শ’ ইউয়ান মূল্যের আরেকটি সবুজ কার্ড পেয়েছেন।

সিয়ে কুই লান বলেন, ‘লাল কার্ড দিয়ে সুপারমার্কেটে চাল, ডাল ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারি এবং সবুজ কার্ড নিয়ে অনুদান হিসাবে দয়ালু মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়া জিনিসপত্র কিনতে পারি।’

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn