বাংলা

‘কার্স্ট কিংডম’ হিসেবে পরিচিত চীনের কুইচৌ প্রদেশ

CMGPublished: 2023-10-05 10:07:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চলতি বছরের মার্চ মাসে তিনি একটি নতুন পরিচয় পেয়েছেন এবং সেটি হলো কুইচৌ প্রদেশের বিএমএক্স দলের কোচ। মুর বলেন, এই প্রথম তিনি চীনে কোচের দায়িত্ব পালন করছেন এবং এটি সত্যিই একটি বড় চ্যালেঞ্চ। তবে দলের সদস্যরা অধ্যবসায়ী। শূন্য থেকে শুরু হলেও কুইচৌ বিএমএক্স দল চমত্কার একটি দল হয়ে উঠবে বলে তিনি বিশ্বাস করেন।

চীনে বসতি স্থাপনের কারণ সম্পর্কে কথা বলার সময় মুর সাংবাদিকদের বলেছিলেন, কুইচৌয়ের সমৃদ্ধ পর্বত-পর্যটন এবং ক্রীড়াসম্পদ তাকে এই ভূমির প্রেমে ফেলেছে। তিনি বলেন, “পাহাড়ের খেলাধুলার ভবিষ্যৎ উন্নয়ন সবুজ ও টেকসই। এই টেকসইতা পাহাড় ও বনসহ প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি আশা করেন, তিনি কুইচৌতে পাহাড়ি ক্রীড়ার প্রসার ও বিকাশে এবং চীনে ও আন্তর্জাতিক বিএমএক্স প্রতিযোগিতায় ভালো ফল অর্জনে কুইচৌ প্রদেশকে সাহায্য করতে পারবেন।

কুইচৌ সাম্প্রতিক বছরগুলোতে পর্বত-সম্পদের উন্নয়ন ও ব্যবহারের মাধ্যমে বহিরঙ্গন ক্রীড়ার প্রসার করে আসছে। জটিল ও বৈচিত্র্যময় প্রাকৃতিক ভৌগোলিক অবস্থা এবং ভৌগলিক ত্রুটিগুলো সুবিধায় পরিণত হোক। সাম্প্রতিক বছরগুলোতে ‘গ্রামের দুই ইভেন্ট’, অথবা ‘ভিলেজ সুপার লিগ’ এবং গ্রামীণ বাস্কেটবল গেম কুইচৌয়ের লোকক্রীড়া পরিবেশকে আরও উদ্দীপনাময় করে তুলেছে এবং ধীরে ধীরে কুইচৌকে আন্তর্জাতিক ইভেন্ট ও আন্তর্জাতিক ক্রীড়াবিদদের নজরে নিয়ে এসেছে।

চেক প্রজাতন্ত্রের জিন বেরানেক একজন চরম ক্রীড়া ও স্টান্ট বিশেষজ্ঞ। একজন আইটি প্রকৌশলী হিসেবে কাজ করলেও তিনি স্কাইডাইভিং পছন্দ করেন এবং স্কাইডাইভিং প্রশিক্ষকও হয়ে উঠেছেন। তার কয়েক হাজার স্কাইডাইভিং অভিজ্ঞতা রয়েছে।

তিনি বলেন, “চীনের কুইচৌতে বেইপানচিয়াং ব্রিজে আসা এবং বিশ্বের সবচেয়ে উঁচু সেতুতে বেস জাম্পিং প্রতিযোগিতায় অংশ নেওয়া তার জন্য খুবই উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা ছিল। দৃশ্যাবলী, পর্বত ও সেতু সবই শ্বাসরুদ্ধকর। সেতুটি খুব উঁচুতে ছিল, তাই বাতাসে কিছু স্টান্ট করার জন্য আমাদের কাছে যথেষ্ট সময় ছিল। তারপর নিরাপদে অবতরণ করা হয়।”

চীনের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত একটি অভ্যন্তরীণ প্রদেশ থেকে কুইচৌ এখন একটি ‘মাউন্টেন পার্ক প্রদেশ’ হয়ে উঠেছে। ক্রীড়ায় সমৃদ্ধ কুইচৌ এখন একটি পুনরুজ্জীবনের পথে যাত্রা করেছে, যা সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটনের মধ্যে সমন্বয় ঘটিয়েছে এর নিজের জন্য একটি আশাজাগানিয়া ভবিষ্যৎ তৈরি করেছে। লিলি/রহমান

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn