বাংলা

‘কার্স্ট কিংডম’ হিসেবে পরিচিত চীনের কুইচৌ প্রদেশ

CMGPublished: 2023-10-05 10:07:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কুইচৌ দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান-কুইচৌ মালভূমিতে অবস্থিত এবং এখানকার ভূমিরূপ ‘কার্স্ট’ শ্রেণির। কার্স্ট হলো এমন একটি টপোগ্রাফি বা ভূসংস্থান যা চুনাপাথর, ডলোমাইট ও জিপসামের মতো দ্রবণীয় কার্বনেট শিলার দ্রবীভূতকরণ থেকে গঠিত। এখানকার ভারী পর্বতগুলো এক সময় স্থানীয় উন্নয়ন ও মানুষের বাহ্যিক যোগাযোগকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করতো। বর্তমানে কুইচৌ ‘কার্স্ট কিংডম’ হিসাবে পরিচিত। সেখানকার অগণিত উচ্চ সেতু ও সুবিধাজনক অবকাঠামো প্রত্যন্ত অঞ্চলগুলোকে সংযুক্ত করেছে এং প্রাকৃতিক খাদকে মসৃণ রাস্তায় পরিণত করেছে। রুক্ষ ভৌগোলিক পরিবেশ এখন আর কুইচৌয়ের বিকাশকে সীমাবদ্ধকারী কোনো ত্রুটি বা অসুবিধা নয়। বরং এটা কুইচৌতে আউটডোর গেমস বা বহিরঙ্গন খেলাধুলা বিকাশের জন্য একটি চমৎকার পরিবেশ তৈরি করেছে।

মাঠে রেসিং থেকে আকাশে উড্ডয়ন - কুইচৌ প্রদেশ তার পাহাড় ও পর্বতমালা দিয়ে বহিরঙ্গন ক্রীড়া অনুরাগীদের স্বর্গ হয়ে উঠেছে। জটিল ও খাড়া ভৌগলিক পরিবেশ কুইচৌকে চরম ক্রীড়া ইভেন্ট ও বহিরঙ্গন ক্রীড়া প্রেমীদের একটি জনপ্রিয় গন্তব্য করে তুলেছে। মাউন্টেন বাইকিং, ম্যারাথন, হাইকিং, রক ক্লাইম্বিং, সেইলিং, ক্যাভিং, ক্রস-কান্ট্রি, বাঞ্জি জাম্পিং, প্যারাগ্লাইডিংসহ বিভিন্ন ধরনের আউটডোর স্পোর্টস ক্রীড়ামোদীদের বিভিন্ন বহিরঙ্গন অভিজ্ঞতা ও প্রতিযোগিতামূলক বিকল্প দিয়েছে।

ফ্রান্স থেকে আসা ফ্রেডেরিক মুর একজন বাইসাইকেল মোটোক্রোস বা বিএমএক্সের রাইডার। তিনি কুইচৌয়ের একজন জামাই। একটানা ৮ বছর ধরে চীনে বাস করছেন তিনি।

বাবার প্রভাবে ছোটবেলা থেকেই তিনি বিএমএক্সের সঙ্গে জড়িত হন। পরে তিনি একজন পেশাদার বিএমএক্স রাইডার হওয়ার সিদ্ধান্ত নেন। মুর ২০০৯ বিএমএক্স ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ এবং ২০০৯ বিএমএক্স ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে রানার্স-আপসহ অনেক সম্মান জেতেন। বৈচিত্র্যময় প্রতিযোগিতার অভিজ্ঞতার অধিকারী মুর ১৯৮২ সালে ফ্রান্সে নিজের বিএমএক্সের ক্লাব প্রতিষ্ঠা করেন এবং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn