বাংলা

থিয়েন চিনের হাই নদীতে ভ্রমণ

CMGPublished: 2023-09-07 09:46:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শত বছর আগে থেকে হাই নদী থিয়েন চিনের আইকনিক ‘অর্থনৈতিক জীবনরেখা’। দু’তীরের পাশে কারখানা, চিমনি, ঘাঁটি ও মালবাহী স্টেশনগুলো আধুনিক থিয়েন চিনের শিল্প বিকাশ এবং উত্তর চীনের বৃহত্তম শৈল্পিক ও বাণিজ্যিক শহর গঠনকে উত্সাহিত করেছিল।

নতুন শতাব্দীতে প্রবেশ করে থিয়েন চিন কর্তৃপক্ষ হাই নদীর উভয় তীরে ব্যাপক উন্নয়ন ও সংস্কার প্রকল্প শুরু করে। শহরের শিল্প পূর্বে প্রসারিত হয়েছে এবং পুরনো উদ্যোগগুলোকে স্থানান্তরিত ও সংস্কার করা হয়েছে। অনেক পুরনো কারখানা ভবন সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্প পার্ক, ভোক্তাপণ্য ব্যবসার স্থান ও নকশার শহরে রূপান্তরিত হয়েছে এবং নতুন প্রাণশক্তিতে জেগে উঠেছে।

হাই নদীর পূর্ব তীরে অবস্থিত এক গুচ্ছ বিশিষ্ট্য ভবন। এখানকার লালচে-বাদামী অ্যান্টিক বিল্ডিংটিতে গড়ে উঠেছে আধুনিক সূক্ষ্ম সব দোকান। এটি থিয়েন চিন তৃতীয় তুলার কল সৃজনশীল ব্লক। আগে এই জায়গা ছিলো থিয়েন চিনের তৃতীয় তুলার কল। এ কারখানার শত শত বছরের ইতিহাস রয়েছে। পুরানো কারখানা এখন আধুনিক সৃজনশীল ব্লকে পরিণত হয়েছে।

হাই নদীর ভূদৃশ্য ক্রমাগত প্রসারিত হয়েছে। নিম্ন অববাহিকায় নানা বৈশিষ্ট্যময় পার্ক ও উদ্যান শহরের প্রাণবন্ত শক্তি প্রকাশের নতুন উপাদান হয়ে উঠেছে। পার্কে একদল শিশু আনন্দের সঙ্গে বালি ও পাথরের দুর্গ গড়ে তুলছে এবং পর্যটকরা যারা সমুদ্র থেকে শেলফিশ তুলেছেন তারা সন্তুষ্টচিত্তে ফিরে আসছেন।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn