বাংলা

থিয়েন চিনের হাই নদীতে ভ্রমণ

CMGPublished: 2023-09-07 09:46:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সদ্যসমাপ্ত চীনের গ্রীষ্মকালীন ছুটি বা সামার ভ্যাকেশনে ভ্রমণ পরিস্থিতি কেমন ছিল? ছুটির সময় সন্তানদেরকে নিয়ে মাতৃভূমির সুন্দর নদী ও পাহাড় দর্শন অনেকের কাছে ‘সেরা পছন্দের বিষয়’ হয়ে উঠেছে বর্তমানে। আজকের অনুষ্ঠানের প্রথম অংশে শ্রোতাবন্ধুদের নিয়ে আমি চীনের থিয়েন চিন শহরে ঘুরে বেড়াবো।

হাই নদী থিয়েন চিনের মাতৃনদী। থিয়েন চিন শহরের ভিতর দিয়ে বয়ে যাওয়া এই নদী ৬ শ’ বছরেরও বেশি সময়ের উন্নয়নের স্বাক্ষী। রাতে জাহাজে চড়ে হাই নদী ভ্রমণ করলে চোখে পড়ে দু’পারের চোখ ধাঁধানো আলোর প্রদর্শনী। হাই নদীতে চলাচলকারী প্রমোদতরী হলো চলতি বছরে থিয়েন চিন শহরের নতুন পর্যটন প্রকল্প। এই গ্রীষ্মকালীন ছুটিতে ভ্রমণের চাহিদা বেড়েছে এবং পর্যটকদের সংখ্যা অনুপাতে প্রমোদ তরীর সংখ্যাও বেড়েছে।

ক্রসটক, ব্যান্ড সঙ্গীত পরিবেশনা, লোকসঙ্গীত, ফ্যাশন শো ও লোকজ ফুল প্রদর্শনসহ নানা থিমযুক্ত কার্যক্রম দেশি-বিদেশি পর্যটকদের বৈচিত্র্যময় চাহিদা পূরণ করছে। হাই নদীতে প্রমোদতরীর ‘ভ্রাম্যমান মঞ্চ’ পর্যটকদের আনন্দ উপভোগে এক নতুন মাত্রা যোগ করেছে। চলতি বছর প্রমোদতরীর পর্যটকদের সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে গেছে। সেখানকার প্রমোদতরী জনপ্রিয় হওয়ার পাশাপাশি দু’তীরের ব্যবসাও আগের চেয়ে ভালো হচ্ছে।

রেনাতো পেগোরারো একটি খাঁটি ইতালীয় রেস্টুরেন্টের মালিক। তিনি বলেন, “এই গ্রীষ্মকালীন ছুটিতে আমার ব্যবসা অনেক ভালো হয়েছে। অনেকে হাই নদী ভ্রমণের পর আমার দোকানে সুস্বাদু ইতালীয় খাবার উপভোগ করেন। ইতালীয় সুস্বাদু খাবারের সংস্কৃতি আরও বেশি চীনা বন্ধুকে জানানোর সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত।”

চলতি বছরের জুন মাসে শুরু হওয়া তৃতীয় হাই নদীর আন্তর্জাতিক উপভোগ মৌসুম হাজার হাজার ব্যবসা, সংস্কৃতি ও পর্যটন উদ্যোগকে আকৃষ্ট করে। তিন মাসের মধ্যে ৫ শতাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn