বাংলা

৩১তম বিশ্ব বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন গেমসের স্টেডিয়াম

CMGPublished: 2023-07-28 10:12:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তিনি আরও বলেন, “প্রতিদিন বড় বা ছোট সড়কে আমি নানা ধরনের টেকআউট ডেলিভারি করি। ইউনিভার্সিয়েডের প্রস্তুতি প্রক্রিয়ায় আমি দেখতে পেয়েছি, এই শহর দিন দিন পরিবর্তিত হচ্ছে। শহরের পরিবেশ, জীবনের মান কিংবা গণমানুষ - সবখানেই আমি ইউনিভার্সিয়েডের বয়ে আনা সুন্দর পরিবর্তন অনুভব করতে পেরেছি।”

ইউনিভার্সিয়েডের প্রস্তুতিমূলক কাজের কারণে ছেংতুর পরিবহন, রাস্তা ও দর্শনীয় স্থানগুলোকে সংস্কার করা হয়েছে এবং পুরানো এলাকা ও কৃষি বাজারের পরিবেশ উন্নত করা হয়েছে।

আটাশ জুলাই ৩১তম বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসের উদ্বোধন হবে। বেইজিং ও শেনচেনের পর চীনের মুলভূখণ্ডে তৃতীয় বারের মতো বিশ্ব বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন গেমসের আয়োজন করা হচ্ছে। চীনের পশ্চিমাঞ্চলে এটা প্রথমবারের মতো বৃহৎ পরিসরের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন।

প্রাচীনকাল থেকে ছেংতু শহরের সংস্কৃতি সমৃদ্ধ এবং অর্থনীতি উন্নত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা হলো তরুণদের মহাসম্মিলনী। ছেংতু তরুণ-তরুণীদের কাছে নিজের আকর্ষণ বাড়াতে যুব-বান্ধব পরিবেশকে ক্রমাগত উন্নত করে চলেছে। ছেংতু শহরে বাস করে ৯৬ লাখেরও বেশি যুবক। এদের নিয়ে গত বছরের জুন মাসে ছেংতু প্রদেশের যুব উন্নয়নের একটি পরীক্ষামূলক শহর হয়ে উঠেছে। চলতি বছরের জানুয়ারি মাসে ছেংতু শহর আনুষ্ঠানিকভাবে ‘যুব-উন্নয়ন বিষয়ক শহরের পরীক্ষামূলক প্রকল্প-২০২২-২০২৪’ প্রকাশ করে। এ প্রকল্পে তরুণ-তরুণীদের বড় হওয়া এবং তাদের উন্নয়নের চাহিদার ওপর মনোযোগ দেওয়া হয়েছে।

বলা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা এবং ছেংতু শহর একে অপরের ওপর নির্ভর করে উন্নয়ন অর্জন করে চলেছে। ছেংতু সম্পূর্ণরূপে উদ্ভাবন ও সৃজনশীলতার প্রাণশক্তিকে উদ্দীপ্ত করছে।

লিলি/রহমান

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn