বাংলা

৩১তম বিশ্ব বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন গেমসের স্টেডিয়াম

CMGPublished: 2023-07-28 10:12:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

উদ্বোধনী অনুষ্ঠানের ১৫ দিনের ক্ষণগণনা শুরু হওয়ার দিন অর্থাৎ ১৩ জুলাই গেমসের তোং আন লেক স্পোর্টস পার্কে ছেংতু গ্রীষ্মকালীন ইউনিভার্সিয়েডের প্রধান মিডিয়া সেন্টারটি চালু করা হয়। ইন্টারভিউ রুম, অফিস এলাকা, বিশ্রাম এলাকা, ডাইনিং এরিয়াসহ প্রয়োজনীয় সুবিধাসম্বলিত মিডিয়া সেন্টার এটি।

মিডিয়া সেন্টারটি একটি বেসমেন্ট ও পাঁচটি তালা মিলিয়ে মোট প্রায় ৪৫ হাজার বর্গমিটার জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দিন-রাত কাজ চলে এটি প্রস্তুত করার জন্য। আনুষ্ঠানিক উদ্বোধনের পর মিডিয়া সেন্টারে সাংস্কৃতিক আদান-প্রদান আরও ঘনিষ্ঠ করার জন্য সিছুয়ান অপেরা এবং নববর্ষের ছবি নির্মাণসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করা হবে।

ছেংতু ইউনিভার্সিয়েডের জন্য মোট ৪৯টি স্টেডিয়াম প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে ১৩টি নতুন নির্মিত হয়েছে এবং ৩৬টি সংস্কার করা হয়েছে। স্টেডিয়ামের হার্ডওয়্যার ও পরিষেবা সফ্টওয়্যার সব কিছুই আন্তর্জাতিক প্রতিযোগিতার মান পূরণ করেছে এবং নতুন-নির্মিত স্টেডিয়ামগুলো সবুজ-ভবনের দুই-তারকা মান পূরণ করেছে।

নোভেল করোনাভাইরাস মহামারীর কারণে ছেংতু ইউনিভার্সিয়েড দু’বার স্থগিত করা হয়েছিল। এই ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক কাজের জন্য অনেক পরিশ্রম করেছে গোটা শহর।

ছেংতু ইউনিভার্সিয়েড কেবল একটি বৈশ্বিক প্রতিযোগিতা নয়; প্রতিযোগিতা আয়োজনের কল্যাণে শহরের পরিবেশগত উন্নয়ন এবং জনগণের উপকার সেখানকার বাসিন্দাদের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।

ওয়াং খ্য হাও একজন ডেলিভারিম্যান। তিনিই ছেংতু ইউনিভার্সিয়েডের একজন মশাল বহনকারী। তিনি বলেন, “আমি যখন ইউনিভার্সিয়েডের মশাল নিয়ে মাঠে দৌড়াচ্ছিলাম, তখন মনে হচ্ছিল, আমি স্বপ্ন দেখছি। তৃণমূলের একজন শ্রমিক হিসেবে মশাল রিলেতে অংশগ্রহণ করাটা আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn