বাংলা

চলচ্চিত্র কীভাবে বিদেশী দর্শকদের কাছে চীনকে তুলে ধরছে?

CMGPublished: 2023-04-20 14:25:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তিং ইয়া পিং বলেন: বইটি হলো চীনের প্রকাশিত চীনা চলচ্চিত্র ইতিহাস সম্পর্কে প্রথম ইংরেজি বই। ইংরেজি হলো সারা বিশ্বে সবচেয়ে ব্যবহৃত ভাষা। বিশ্বের বিভিন্ন দেশে যারা চলচ্চিত্র নিয়ে গবেষণা করেন তাদের বৈচিত্র্যময় তথ্য-উপাত্ত ও বিশেষ দৃষ্টিকোণ যোগিয়েছে এ বই। আরও বেশি লোক এ বইয়ের মাধ্যমে চীনা চলচ্চিত্রের ইতিহাস, উন্নয়ন ও ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবেন। এ বইটি যেন একটি জানালার মতো, সারা বিশ্ব এই জানালার মাধ্যমে ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে বেশি ধারণা পাবেন। যা চীনা চলচ্চিত্রের সংস্কৃতির আন্তর্জাতিক প্রচার এবং চীনা চলচ্চিত্র নিয়ে গবেষণা প্রসারিত করবে এবং অতি সক্রিয় প্রভাব ফেলবে।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn