চলচ্চিত্র কীভাবে বিদেশী দর্শকদের কাছে চীনকে তুলে ধরছে?
‘হিস্ট্রি অব চায়নিজ সিনেমা’ নামের বইয়ের ইংরেজি সংস্করণটি সম্প্রতি বিদেশী ভাষা পাবলিশিং হাউস দ্বারা প্রকাশিত হয়। এটি চীনা চলচ্চিত্রের ইতিহাস এবং বিকাশ সম্পর্কে চীনের প্রকাশিত প্রথম ইংরেজি ভাষার রচনা, যা ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।
চীনা চলচ্চিত্রের বিকাশের প্রেক্ষাপট কী? চলচ্চিত্র সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বাহক। এটি পূর্ব ও পশ্চিমের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ে কী কী ভূমিকা পালন করে? ‘হিস্ট্রি অব চায়নিজ সিনেমা’ নামের বইয়ের ইংরেজি সংস্করণের প্রকাশ কীভাবে চলচ্চিত্র ইতিহাসের ক্ষেত্রে চীনা চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রভাব শক্তিশালী করে তুলবে? এসব নিয়ে ‘হিস্ট্রি অব চায়নিজ সিনেমা’ নামের বইয়ের লেখক তিং ইয়া পিং সম্প্রতি চায়না নিউজ সার্ভিসের কাছে একটি সাক্ষাৎকার দিয়েছেন।
আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তাঁর সেই সাক্ষাৎকারটি শুনবো।
প্রশ্ন: চীনা চলচ্চিত্রের ইতিহাসে কি ধরনের উন্নয়ন দেখা যায়?