বাংলা

চীনের শিশু চলচ্চিত্রের হালচাল

cmgPublished: 2022-12-15 14:58:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

একজন ব্যক্তির বয়স যতই হোক না কেন, সর্বদা একটি চলচ্চিত্র তার স্মৃতির গভীরে লুকিয়ে থাকে, শৈশবের স্মৃতি এবং বিশ্বের প্রাথমিক ছাপ বহন করে।

চায়না চিলড্রেন’স অ্যান্ড টিনএজার্স ফিল্ম সোসাইটির সভাপতি হুয়াং জুনের মতে, শিশু চলচ্চিত্র শিশুদের একটি জানালা দেয়, যার মধ্য দিয়ে তারা পর্দার মাধ্যমে দুর্দান্ত এবং সর্বদা পরিবর্তনশীল জীবন দেখতে পারে। পর্দায় দেখানো সব কিছুই শিশুদের হৃদয়ে প্রবেশ করতে এবং সুস্থ মানুষে পরিণত করতে সাহায্য করতে পারে।

তাই হুয়াং চুন মনে করেন,

শিশুতোষ চলচ্চিত্রকে অবশ্যই শিশুদের হৃদয়ে সত্য, মঙ্গল ও সৌন্দর্যের বীজ বপন করতে হবে, যাতে তারা শিকড় ধরতে পারে, ফুল ফুটাতে পারে এবং ফল ধরাতে পারে। এটি শিশুদের চলচ্চিত্র নির্মাণের সবচেয়ে মহৎ লক্ষ্য। তাই শিশু চলচ্চিত্র নির্মাণ শিশুদের দৃষ্টিকোণ থেকে শুরু করতে হবে, শিশুদের জীবনের প্রতিফলিত করতে হবে এবং শিশুদের পুরো গল্পের বর্ণনামূলক বিষয় হতে হবে।

সদ্য সমাপ্ত ৩৫তম চীনের গোল্ডেন রুস্টারস পুরস্কার প্রদান অনুষ্ঠানে শিশু চলচ্চিত্র ভালোভাবে উপস্থান করা হয়েছে। ‘গুডবাই দ্য গ্রাউন্ডহগ’ নামের মুভি শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্রের পুরস্কার পায় এবং ‘বুনি বিয়ার্স: ব্যাক টু আর্থ’ নামের মুভি শ্রেষ্ঠ আর্ট ফিল্মের পুরস্কার লাভ করে। এর প্রায় ১০টি সিরিজ নির্মিত হয় এবং দেশীয় শিশু চলচ্চিত্রের একটি নামকার্ড হয়ে উঠে। এর পরিচালক তিং লিয়াং মনে করেন, সকল সৃষ্টিই চিন্তার উদ্ভাবন। চিন্তায় উদ্ভাবন ছাড়া ভালো কাজ সৃষ্টি করা কঠিন। বর্তমানে এবং ভবিষ্যতে শিশুতোষ চলচ্চিত্র নির্মাণে অবশ্যই শিশুদের বুদ্ধিমত্তা এবং নান্দনিকতাকে সম্মান করতে হবে এবং নির্মাতাদের সর্বদা তাদের হৃদয়ে একটি শিশুর মতো নির্দোষ মন থাকতে হবে, যাতে নির্মিত কাজগুলো শিশুদের কাছে আরও আকর্ষণীয় হতে পারে।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn