বাংলা

চীনের শিশু চলচ্চিত্রের হালচাল

cmgPublished: 2022-12-15 14:58:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১৯২২ সালে চীনের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘দুষ্টু ছেলে’ মুক্তি পায়,যা চীনা শিশু চলচ্চিত্রের শতাব্দী প্রাচীন বিকাশের সূচনা করেছে। গত একশত বছরে চীনা শিশু চলচ্চিত্রগুলো ছোট থেকে দীর্ঘ, সাদা-কালো থেকে রঙিন, নির্বাক থেকে সবাক হওয়ার অসাধারণ যাত্রা সম্পন্ন করেছে। এতে প্রজন্মের পর প্রজন্মের মানুষদের বড় হওয়ার প্রক্রিয়া রেকর্ড করা হয়েছে।

চায়না চিলড্রেন’র অ্যান্ড টিনএজার্স ফিল্ম সোসাইটির পরিসংখ্যান অনুসারে, চীনে ছোটদের জন্য নির্মিত চলচ্চিত্রের বার্ষিক আউটপুট দেশীয় চলচ্চিত্রের বার্ষিক আউটপুটের প্রায় ১০ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, বিপুল সংখ্যক শিশুর সংখ্যার সাথে তুলনা করলে শিশুদের জন্য নির্মিত চলচ্চিত্রের বর্তমান প্রযোজনা বড় নয় এবং বাজারে এখনও উচ্চমানের শিশু চলচ্চিত্রগুলোর সংখ্যা কম।

এ ছাড়া, অনেক শিশুতোষ চলচ্চিত্র শ্যুট হওয়ার পর মুক্তি পাওয়ার সুযোগও পায় না। সেগুলো কেবল একদিনের জন্য প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। তা ছাড়া, বাজারে রিটার্নের কম হারের কারণে, ফিল্ম স্টুডিওগুলো সাধারণত শিশুদের চলচ্চিত্রের শুটিং করতে খুব বেশি আগ্রহী নয়।

কীভাবে শিশুদের জন্য শ্রেষ্ঠ মুভি নির্মাণ করা যাবে?

সম্প্রতি চীনের ফুচিয়েন প্রদেশের সিয়ামেন শহরে চীনা শিশু চলচ্চিত্রের সৃষ্টি ও বিকাশের শতবর্ষী ফোরাম অনুষ্ঠিত হয়। তাতে শিশু চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক এবং গবেষকরা যৌথভাবে বিভিন্ন ঐতিহাসিক সময়ের মধ্যে দেশীয় শিশু চলচ্চিত্রের শৈল্পিক সাফল্য এবং সৃজনশীল অভিজ্ঞতার সন্ধান এবং সংক্ষিপ্তসার করেছেন এবং নতুন যুগে দেশীয় শিশু চলচ্চিত্রের উদ্ভাবনী বিকাশ এবং পুনরুজ্জীবনের উপায় অন্বেষণ করেছেন।

তারা সবাই মনে করেন, শিশু চলচ্চিত্রের সৃষ্টিকারীদের মনে অবশ্যই একটি শিশুর মতো নিষ্পাপ ভাবনা থাকতে হবে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn