বাংলা

পর্দা নামলো ভেনিস চলচ্চিত্র উৎসবের

CMGPublished: 2022-09-15 11:39:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত ৩১ অগাস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর শেষ হয়েছে ৭৯তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল। এবারের ফেস্টিভ্যালটি লিডো দ্বীপে অনুষ্ঠিত হয়। স্প্যানিশ হোস্ট ও অভিনেতা রোসিও মুনোজ মোরালেস উৎসবের পরিচালক আলবার্তো বারবেরার সাথে উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান উপস্থাপনা করেন।

ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র উৎসব ও বিশ্বের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তাকে ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জনক’ নামে ডাকা হয়। প্রথম শ্রেণীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম এটি। কান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সাথে এটি ইউরোপের তিনটি বড় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। এতে প্রদত্ত সর্বোচ্চ পুরস্কার হল ‘গোল্ডেন লায়ন অ্যাওয়ার্ড’।

চলতি বছর ৭৯তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল ইভেন্ট হিসেবে অফলাইন এবং অনলাইনে ‘ফোকাস অন চায়না’ অনুষ্ঠান গত ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল। চীন ও ইতালির অতিথিরা ইন্টারনেটে চীন ও ইতালির পাশাপাশি চীন ও অন্যান্য দেশের মধ্যে চলচ্চিত্র ও টেলিভিশনে আদান-প্রদান ও সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন ওই অনুষ্ঠানে।

ইতালিতে নিযুক্ত চীনা দূতাবাসের সাংস্কৃতিক অফিসের মিনিস্টার কাউন্সিলর সুই রোং এক ভিডিও বক্তৃতায় বলেছেন, ‘ভেনিস চলচ্চিত্র উৎসবের বার্ষিক ইভেন্ট 'ফোকাস অন চায়না'-তে আপনাদের সাথে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত।’

২০২২ সাল হল চীন-ইতালি সংস্কৃতি ও পর্যটন বর্ষ। বছরের শুরুতে চীন এবং ইতালি শীতকালীন অলিম্পিক নিয়ে ঘনিষ্ঠ ও ব্যাপক সহযোগিতা করেছে, এবং যৌথ উদ্যোগে পারফরমেন্স, প্রদর্শনী এবং চলচ্চিত্রসহ ধারাবাহিক গুরুত্বপূর্ণ প্রকল্পের আয়োজন করেছে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn