বাংলা

টানা ১২ বছর ধরে অন্ধদের জন্য চলচ্চিত্র বর্ণনা করা মেয়ে চু ইং

CMGPublished: 2022-08-05 20:09:12
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকের অনুষ্ঠানে আমরা অন্ধদের জন্য চলচ্চিত্র বর্ণনা করা একটি মেয়ের কাহিনী আপনাদের জানাবো। তিনিই চু ইং। তিনি একটানা ১২ বছর ধরে অন্ধ ব্যক্তিদের ‘সিনেমা দেখতে’ সাহায্য করে আসছেন। বিগত ১২ বছর ধরে চু ইং তাদের ‘চোখ’ হয়ে উঠেছেন, আবেগপূর্ণ পদ্ধতিতে বর্ণনা করে প্রতিটি অন্ধ বন্ধুর হৃদয়ে সিনেমার ছবি পৌঁছে দিয়েছেন।

বিগত ১২ বছরে, দৃষ্টি প্রতিবন্ধীদের আরও ভালোভাবে সেবা করার জন্য চু ইং শুধুমাত্র সিনেমাকে আরও ভালোভাবে বলার বিষয়ে চিন্তা করেননি, বরং ভালবাসার শক্তি দিয়ে ‘আলো ও ছায়া হার্ট পডকাস্ট’ নামে একটি স্বেচ্ছাসেবক দলও গঠন করেছেন।

কয়েক ডজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের মধ্যে বসে চু ইং তার হাতে মোটা স্তূপের পাণ্ডুলিপির কাগজ ধরে রাখেন। তিনি কখনো বড় পর্দার দিকে তাকাতেন, আবার কখনো নোটের দিকে তাকাতেন। চলচ্চিত্রের মসৃণতা নিশ্চিত করার জন্য চু ইংকে অবশ্যই কথার গতি ও ছন্দ নিয়ন্ত্রণ করতে হতো। দৃষ্টি প্রতিবন্ধী দর্শকদের মুভিটি বোঝানোর জন্য তিনি প্রায়শই একটি মুভিকে কয়েক ডজনবার বা এমনকি শতবার দেখেছেন।

চু ইং বলেন, সবথেকে কঠিন বিষয় হল- মুভি বারবার দেখতে হয়। আমার মনে হয়, সব সময় দেখি। আর একটা মুভি দশ-বিশ মিনিটে দেখা যায় না। এক বা দুই ঘণ্টা লাগে, যা অনেক সময়সাপেক্ষ বিষয়। দেখা শেষ হওয়ার পর প্রতিটি দৃশ্যকে সংযুক্ত করতে হবে, তাই মুভিটি সম্পর্কে অনেক কিছু জানতে হবে।

২০১০ সালে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করে চু ইং তার নিজ জন্মস্থান নিংপোতে ফিরে যান এবং একজন সমাজসেবী হন। তিনি সর্বদা জনকল্যাণকর বিষয়ে উত্সাহী ছিলেন। চাকরির ফাঁকা সময়ে তিনি স্বেচ্ছাসেবক পরিষেবার কাজে নাম অন্তর্ভুক্ত করেন এবং অন্ধদেরকে চলচ্চিত্র বোঝাতে শুরু করেন।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn