বাংলা

বিখ্যাত শিল্পী লান থিয়েন ইয়ে

cmgPublished: 2022-06-16 10:16:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১৯৫২ সালে, বেইজিং পিপলস আর্ট থিয়েটার প্রতিষ্ঠিত হয়েছিল এবং ল্যান থিয়ে ইয়ে প্রথম দফার অভিনেতা ছিলেন। চার বছর পরে তিনি সোভিয়েত ইউনিয়নের বিশেষজ্ঞদের আয়োজিত পারফরম্যান্স প্রশিক্ষণ ক্লাস থেকে স্নাতক হন এবং বেইজিং পিপলস আর্ট থিয়েটারে ফিরে আসেন, তখন ‘হু ফু’ নামে এক নাটক মঞ্চস্থ করা হয়। অপ্রত্যাশিতভাবে, পারফরম্যান্সের দিনগুলোতে ফ্লু ছড়িয়ে পড়ে, অনেক অভিনেতা অসুস্থ হয়ে পড়েন এবং ভিড়ের দৃশ্য বা গ্রুপ পারফরম্যান্স জরুরিভাবে প্রতিস্থাপন করা দরকার। ল্যা থিয়ে ইয়ে তাদের মধ্যে একজন।

আস্তে আস্তে ল্যান থিয়ে ইয়ে কিছু কথা বলা চরিত্রে অভিনয় করা শুরু করেন। ল্যান থিয়ে ইয়ে স্মৃতিচারণ করে বলেন, বড় তারকা বা সুপারস্টার বলে পরিচিত অভিনেতা অভিনেত্রীরা আগে গ্রুপ পারফরম্যান্সে অংশ নিতেন। অভিনয়ের প্রতি আমার গভীর আগ্রহ আছে। চরিত্র যতই ছোট হোক না কেন, মনোযোগ দিয়ে অভিনয় করতে চাই আমি।

ল্যান থিয়ে ইয়ে’র অভিনয়ের জীবনে ‘tea house টি হাউস’ নামের নাটকটি উল্লেখযোগ্য।

১৯৫৭ সালে প্রথমবার এই নাটকের রিহার্সেল শুরু হয়। এরপর থেকে ১৯৯২ সালে শেষ পারফরম্যন্স পর্যন্ত ল্যান থিয়ে ইয়ে মোট ৩৭৪ বার অভিনয় করেছেন।

১৯৫৬ সালে টি হাউস’ নামে এই নাটকের লেখক লাও শে নিজ উদ্যোগে এই নাটকের ভিত্তিতে স্ক্রিপ্ট পড়ে শোনান।

স্ক্রিপ্ট পড়ার পর লাও শে বলেন, বেইজিং পিপলস আর্ট থিয়েটার এই নাটকটি মঞ্চস্থ করার সিদ্ধান্ত নেয়। অভিনেতা অভিনেত্রীরা নিজেদের অবস্থা অনুযায়ী সঙ্গতিপূর্ণ চরিত্র বেছে নিতে পারেন।

‘একটি চরিত্রে অভিনয়ের জন্য আবেদন করা’ ছিলো তখনকার বেইজিং পিপলস আর্ট থিয়েটারের একটি ব্যবস্থা। অভিনেতাদের তাদের লিখিত আবেদনে বলতে হয়েছিল, কেন তারা একটি নির্দিষ্ট ভূমিকায় অভিনয় করতে চায়, তাদের কী শর্ত ছিল এবং কখনও কখনও একে-অপরকে সুপারিশ করতে হয়েছিল।

ল্যান থিয়ে ইয়ে জানতেন না, তিনি কোন চরিত্রে অভিনয় করতে পারবেন। তারপর অভিনেতা অভিনেত্রীর নাম প্রকাশিত হয়। তিনি ছিন আর ইয়ে এই চরিত্রে কাজের সুযোগ পান।

এটিই নাটকের অনেক গুরুত্বপূর্ণ একটি চরিত্র। সবাই তাকে অভিনন্দন জানালেন। তবে ল্যান থিয়ে ইয়ের মনে একটু উদ্বিগ্ন ছিলেন। কারণ ছিন আর ইয়ে’র জীবন তার থেকে অনেক আলাদা।

প্রথমে ছিন আর ইয়ের জীবনে অভিজ্ঞতা জানাই। অভিনেতা অভিনেত্রীর নাম নির্ধারণের পর তাড়াহুড়া করে রিহার্সাল শুরু হয়নি। তাদের আধা বছরব্যাপী চরিত্রের জীবনের অভিজ্ঞতা সম্পর্কে জানতে হয়।

১৯৬৩ সালে ল্যান থিয়ে ইয়ে অভিনেতা থেকে পরিচালকে পরিণত হন। ৭০ বছরের ক্যারিয়ারে তিনি দর্শকদের জন্য অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন।

১৯৮৭ সালে ল্যান থিয়ে ইয়ে অবসর নেন। অস্থায়ীভাবে নাটকের মঞ্চ ছেড়ে যাওয়া ল্যান থিয়ে ইয়ে বিশ্রাম নেন নি। বরং আগের তুলনায় আরো ব্যস্ত হয়ে ওঠেন।

১৯৯৬, ১৯৯৮ ও ২০১১ সালে তিনি তিন বার করে একক চিত্রকলার প্রদর্শনীর আয়োজন করেন।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn