বাংলা

বিখ্যাত শিল্পী লান থিয়েন ইয়ে

cmgPublished: 2022-06-16 10:16:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চলতি বছরের ৮ জুন ‘পহেলা জুলাই পদকের’ অর্জনকারী, পারফরম্যান্স শিল্পী ল্যান থিয়েন ইয়ে বেইজিংয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিলো ৯৫ বছর। লোকেরা দুঃখজনকভাবে বললেন, ‘একটি যুগ শেষ হয়েছে।

ল্যান থিয়েন ইয়ের আসল নাম ছিলো ওয়াং রুন সেন। হ্যবেই প্রদেশের একটি বড় পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ১৯২৭ সালের জুন মাসে মাত্র এক মাস বয়সে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বেইপিং, বর্তমানের বেইজিং শহরে আসেন।

ল্যান থিয়ে ইয়ে ছোটবেলায় অপেরা এবং চিত্রকলা পছন্দ করতেন এবং মূলত বেইপিং আর্ট কলেজে (Central Academy of Fine Arts সেন্ট্রাল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের পূর্ব নাম) তৈলচিত্র অধ্যয়ন করেন। বিপ্লবে অংশগ্রহণকারী তৃতীয় বোনের প্রভাবে, তিনি বেইপিং প্রগতিশীল নাট্য আন্দোলনের দিকে মনোনিবেশ করেন এবং কাকতালীয়ভাবে মঞ্চের কর্মজীবন শুরু করেন।

১৯৪৮ সালে ল্যান থিয়ে ইয়ে এক-অভিনয় নাটক ‘দ্য ট্রেন দ্যাট ডিডনট লিভ’-এ একজন পুরানো শ্রমিকের চরিত্রে অভিনয় করেছিলেন, কোনো বক্তব্য নেই, শুধু ভিড়ের পিছনে দাঁড়িয়েছিলেন। কিন্তু তারপরও তিনি চরিত্রের মডেলিং নিয়ে গভীর আগ্রহের সঙ্গে চিন্তা করতেন। প্রতিটি পারফরম্যান্সে তিনি মঞ্চে উপস্থিতির চেয়ে মেকআপে অনেক বেশি সময় ব্যয় করেছেন।

ল্যান থিয়ে ইয়ে বলেন, তাদের প্রজন্মের অভিনেতাদের বেশিরভাগই নিজ নিজ উদ্যোগে মেকআপ করতেন। তিনি বলেন, ‘আমি যে চরিত্রে তৈরি করি সেটি কেমন হবে, কীভাবে অন্যরা ঠিক করতে পারে?’

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn