সি’আন শহরে ফিল্ম ইন্ডাস্ট্রি ক্লাস্টার
সি’আন ফিল্ম স্টুডিও ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়। উত্তর পশ্চিম চীনে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলচ্চিত্র ব্যক্তিরা নির্মাণকাজ করতেন ও রচনা করতেন। তারা এখানে চলচ্চিত্র তৈরির সম্পূর্ণ স্থাপনা এবং সৃষ্টির ব্যবস্থা করেছেন।
বিংশ শতাব্দীর ৮০ বা ৯০ দশকে সি’আন ফিল্ম স্টুডিওয়ের কর্মীরা পাহাড়, উপত্যকা এবং বন রচনার পটভূমি হিসেবে পশ্চিম চীনের চলচ্চিত্রের শৈল্পিক ধারা সৃষ্টি করেছেন। সি’আন ফিল্ম স্টুডিওকে চীনের পঞ্চম প্রজন্মের চলচ্চিত্র পরিচালকের শৈল্পিক দোলনা বলে গণ্য করা হয়।
২০০৯ সালে সি’আন ফিল্ম স্টুডিও পশ্চিমাঞ্চলের চলচ্চিত্র গ্রুপে রূপান্তর করা হয় এবং ২০১৬ সালে সেখানে মেরামত ও নতুন করে নির্মাণকাজ শুরু হয়। ২০১৯ সালের অগাস্ট মাসে এই জায়গা আবার চালু করা হয়। বিংশ শতাব্দীর পুরানো দৃশ্যপট তৈরি করা ছাড়াও, নতুন করে কফি হাউস ও রেস্তোরাঁসহ বিনোদনমূলক জায়গা তৈরি হয়েছে। বিনিয়োগ, রচনা, শুটিং এবং সাংস্কৃতিক অভিজ্ঞতাসহ চলচ্চিত্র ও টেলিভিশন-সংক্রান্ত শিল্প চেইন এখানে ক্রমাগতভাবে সম্পূর্ণ হয়ে উঠেছে।
সি’আন ফিল্ম আর্ট আর্কাইভে প্রবেশ করলে হলুদ রঙের পুরানো পাণ্ডুলিপি, স্ক্রিপ্ট ও স্থিরচিত্রের স্তুপ দেখা যায়। সি’আন ফিল্ম স্টুডিওর উদ্যোগে তৈরি ৩০৩টি চলচ্চিত্রের লিখিত তথ্য এখানে সংরক্ষিত আছে।