বাংলা

সি’আন শহরে ফিল্ম ইন্ডাস্ট্রি ক্লাস্টার

CMGPublished: 2022-04-21 14:11:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের সি’আন শহরের ল্যান্ডমার্ক অর্থাত্ দাইয়েন প্যাগোডার অদূরে অবস্থিত চলচ্চিত্র ও টিভি নাটক প্রেমীদের স্বর্গ। বিংশ শতাব্দীর দৃশ্য সেটিং ওয়ার্কশপটি শক্তিশালী সিকামোর গাছের পাশে অবস্থিত। লাল ইটের দেয়ালে পুরানো সিনেমার বিশাল পোস্টার পোস্ট করা হয়েছে। প্রজেক্টর, ফিল্ম ও লেন্স দিয়ে গঠিত বড় আকারের ভাস্কর্যগুলি অস্তগামী সূর্যের আলোতে আরও বেশি আকর্ষণীয় দেখায়।

এখানে ১০ হেক্টর আয়তনের সি’আন ফিল্ম ইন্ডাস্ট্রি ক্লাস্টার রয়েছে। আগে এর নাম ছিলো সি’আন ফিল্ম স্টুডিও। গণপ্রজাতন্ত্রি চীন প্রতিষ্ঠার পর উত্তর পশ্চিম চীনের প্রথম মুভি স্টুডিও এটি।

আজকাল এই জায়গাটি সি’আন ফিল্ম আর্ট আর্কাইভ, ফিল্ম ইন্ডাস্ট্রি মিউজিয়াম, সি’আন ফিল্ম মিউজিয়াম, দ্য অ্যাভিনিউ অফ স্টারস এবং একটি বাণিজ্যিক কমপ্লেক্স নিয়ে গঠিত। এটি একটি ‘ওপেন-এয়ার ফিল্ম জাদুঘর হয়ে উঠেছে, যা ফিল্ম ও টেলিভিশন প্রদর্শন এবং বিনোদনের ভূমিকা পালন করে থাকে।

বিপরীতমুখী পোস্টারের সামনে ছবি তোলা এবং একটি মুভি-থিমযুক্ত ক্যাফেতে এক মগ কফি পান করা... অনেক বেশি তরুণকে এখানে আকর্ষণ করে। নিজে প্রদর্শনী দেখা বা সাপ্তাহিক ছুটিতে বাচ্চাদের বিনোদনের জন্য নিয়ে আসা, যাই হোক-না-কেন, এই জায়গা সি’আন শহরবাসীদের বিনোদন করা এবং বিশ্রাম নেওয়ার ভালো জায়গা হয়ে উঠেছে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn