বাংলা

পরিচালক চাং ই মৌ

CMGPublished: 2022-03-05 14:59:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আশা করি, চাং ই মৌ-এর নাম ইতোমধ্যে আপনারা শুনেছেন। তিনি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেছেন। এ দুটি অনুষ্ঠান চীনসহ বিশ্ববাসীর মনে গভীর ছাপ ফেলেছে। লাল লন্ঠন, গ্র্যান্ড আতশবাজি, চীনা গিঁট এবং স্নোফ্লিক্সসহ চীনের বৈশিষ্ট্যময় নানা উপাদান এবং টর্চ জ্বালানোর পদ্ধতিসহ নানা সৃজনশীল বিষয় সত্যিই আকর্ষণীয় ও বিস্ময়কর ছিল। আগামীকাল শীতকালীন প্যারালিম্পিক গেমস উদ্বোধন করা হবে। চাং ই মৌ প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের পরিচালক। ৭১ বছর বয়সী চাং এবারের শীতকালীন অলিম্পিক গেমসকে সামনে রেখে অনেক পরিশ্রম করেছেন। আজকের অনুষ্ঠানে আমরা চাং ই মৌ’র গল্প বলবো।

চীনা ভাষার পরিচালকের কথা বলতে গেলে, আমরা সাধারণত বলি, কে কে প্রতিভাবান। তবে প্রতিভাবান লোকদের তালিকায় চাং ই মৌ’র নাম নেই।

তিনি কখনই জিনিয়াস ছিলেন না। অনেকদিন ধরেই তিনি ছিলেন পেছনের সারির পরিচালক। তিনি যখন যুবক ছিলেন, তখন তিনি তার পরিবার নিয়ে খারাপ অবস্থায় দিন কাটাতেন।

তার বিশেষ পারিবারিক পটভূমির কারণে ছোটবেলা থেকে চাংয়ের সঙ্গে বাজে আচরণ করা হতো এবং অন্যরা তাকে তুচ্ছ ভাবে দেখতো।

চীনের সেই বিশেষ সময় পারিবারিক প্রেক্ষাপটের কারণে তার খুব বেশি আশা ছিল না।

তিনি সাত বছর শিয়েনইয়াং ‘শহরের অষ্টম কটন মিলে’ শ্রমিক হিসেবে কাজ করেছেন। সৌভাগ্যক্রমে তিনি সেই সময় ফটোগ্রাফির কাজ করেন। তিনি নিজেকে পুরোপুরিভাবে এই শখের দিকে নিয়োজিত করেন। যখনই তিনি ফ্রি হন, তখনই তিনি পাগলের মতো লেখাপড়া করেন এবং ডজনখানেক নোট তৈরি করেন।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn