বাংলা

চীনের দীর্ঘতম টিভি নাটক

CMGPublished: 2022-01-27 14:38:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘বাইরে থেকে আসা কনে এবং স্থানীয় বর’ নামের এ টিভি নাটকটি টানা ২১ বছর ধরে নিরবচ্ছিন্ন-ভাবে চলছে এবং সবমিলিয়ে মোট চার হাজার পর্ব প্রচারিত হয়েছে। একে সবচেয়ে দীর্ঘ ডোমেস্টিক টিভি নাটক বলা যায়। চীনের টিভি নাটকের ইতিহাসে এটি দীর্ঘতম সময় ও সবচে বেশি পর্ব তৈরি করেছে।

এ টিভি নাটক কুয়াং তোং বেতার ও টিভি কেন্দ্রের উদ্যোগে ক্যান্টোনিজ ভাষায় নির্মিত। আধুনিক পারিবারিক জীবনকে থিম হিসেবে তৈরি করা হয়েছে এই সিরিজ। এই নাটকের গল্পটি এমন। কুয়াংচৌ শহরের পুরানো অঞ্চলে অবস্থিত একটি পরিবারের মোট চারটি ছেলে আছে। তারা যথাক্রমে চীনের বিভিন্ন জায়গার চারটি মেয়েকে বিয়ে করে। জীবনযাত্রার অভ্যাস এবং সাংস্কৃতিক পটভূমির পার্থক্যের কারণে তাদের মধ্যে ধারাবাহিক নানা ঘটনা ঘটে।

জাতীয় বেতার ও টেলিভিশন সাধারণ ব্যুরোর টিভি নাটক বিভাগের প্রধান চৌ চি হোং বলেন, এই টিভি নাটকটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং সামাজিক পরিবর্তন এবং সময়ের জোয়ারকে ছোট আকারে উপস্থাপন করেছে।

টিভি নাটকের মাধ্যমে সময়ের উন্নয়ন ও পরিবর্তন এবং মানুষের সুখ-দুঃখ ব্যাখ্যা করা একটি শিল্প হয়ে উঠেছে। কুয়াংতোং বেতার ও টিভি কেন্দ্রের পার্টি কমিটির সম্পাদক এবং স্টেশনের পরিচালক ছাই ফু ছিং বলেন যে, এই টিভি নাটকের থিম ও বিষয়বস্তু সময়ের সাথে তাল মিলিয়ে ক্রমাগত প্রসারিত হয়েছে, গল্প বলার পদ্ধতি জাতীয় উন্নয়ন ‌এবং সামাজিক জীবনকে একীভূত করেছে। এতে সামাজিক দায়বদ্ধতা প্রতিফলিত হয়েছে। যা এই টিভি নাটকের দীর্ঘস্থায়ীভাবে জনপ্রিয়তার একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও অনুপ্রেরণা হয়ে উঠেছে।

২১ বছর ধরে এই টিভি নাটক বরাবরই জনগণের গল্প বলেছে। ভাষা থেকে সংগীত পর্যন্ত, পোশাক থেকে মেক-আপ পর্যন্ত, নাটকটি প্রামাণিক লিংনান সাংস্কৃতিক শৈলীকে প্রকাশ করেছে; যা ‘অনুরাগীদের দৃষ্টি আকর্ষণের’ একটি মূল কারণ হয়ে উঠেছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn