কাজাখস্তানের চীনা চলচ্চিত্র মাস কার্যক্রম-China Radio International
কাজাখস্তানে চীনের রাষ্ট্রদূত চাং সিও বলেন, চীন ও কাজাখস্তানের জনগণ বংশপরম্পরায় একে অপরের সুপ্রতিবেশী হিসেবে বাস করছে। ১৭০০ কিলোমিটারেরও বেশি সীমান্ত এলাকা দু’দেশের হাজার বছরের সুগভীর মৈত্রী বহন করে। নভেল করোনাভাইরাস মহামারী প্রকোপের পর থেকে, দু’দেশ অনলাইনে বিনিময়সহ বিভিন্ন পদ্ধতি খুঁজে বের করছে এবং চলচ্চিত্র ও টিভি’র অনুবাদ ও প্রচারসহ সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করছে। গত বছর কাজাখস্তানে চীনের দূতাবাসে ‘অনলাইন গ্রীষ্ম শিবির’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘এক অঞ্চল, এক পথ’ ছোট ভিডিও প্রতিযোগিতা এবং চীনা ভাষায় গান গাওয়ার প্রতিযোগিতাসহ বিভিন্ন অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। কাজাখস্তান টিভি কেন্দ্রের উদ্যোগে ‘উহানের ২৪ ঘণ্টা’সহ বিভিন্ন তথ্যচিত্র ডাবিং করে প্রচার করা হয়।
চলতি বছর চীন সাফল্যের সঙ্গে কাজাখস্তানের ধারাবাহিক সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করেছে।
চীনের চলচ্চিত্র মাস কার্যক্রমে প্রদর্শিত চলচ্চিত্রের ডাবিং কাজে জড়িত কাজাখস্তানের অনুবাদক ইয়েরতাই নুসিপজানভ বলেন, কাজাখস্তানে চীনের চলচ্চিত্র মাস কার্যক্রম এবং চীনা গান ও ছোট ভিডিও প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হলো সাংস্কৃতিক বিনিময় গভীরতর করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কাজাখস্তানের জনগণ পূর্ব দিকের সুপ্রতিবেশী দেশ বা চীনের প্রতি খুব আগ্রহী। চীনা জনগণের বৈচিত্র্যময় জীবনযাপন ও মানসিক অবস্থা অনুধাবন করতে চান তারা। বর্তমানে চীন সম্পর্কে কাজাখস্তানের জনগণের জানাশোনা যথেষ্ট নয়। কাজাখস্তান ও চীন ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের কাঠামোতে চলচ্চিত্র ও সাংস্কৃতিক সহযোগিতা গভীরতর করা এবং দু’দেশের জনগণের পারস্পরিক সমঝোতা ও যোগাযোগ আরও বেগবান করতে সক্ষম হবে বলে তিনি মনে করেন।