বাংলা

কাজাখস্তানের চীনা চলচ্চিত্র মাস কার্যক্রম-China Radio International

criPublished: 2021-11-25 15:29:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কাজাখস্তানে নিযুক্ত চীনের দূতাবাস ও আলমাটি টেলিভিশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দ্বিতীয় কাজাখস্তানের চীনা চলচ্চিত্র মাস কার্যক্রম সম্প্রতি সুষ্ঠুভাবে শেষ হয়েছে। ৭টি চলচ্চিত্র কাজাখস্তানের দর্শকদের চোখের সামনে হাজির করা হয়। ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের কাঠামো চীন ও কাজাখস্তানের চলচ্চিত্র ও টিভি নাটকের সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় ধাপে ধাপে নতুন পর্যায়ে উন্নীত হয়েছে।

কাজাখস্তান হলো এমন একটি জায়গা, সেখানে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগটি প্রথমবার উত্থাপন করা হয়। কাজাখস্তানে চীনের দূতাবাস জানায় যে, গত বছর প্রথমবার চেষ্টার পর সফলতার ভিত্তিতে চলতি বছর চলচ্চিত্র মাস কার্যক্রমে মোট ‘কোল্ড ওয়ার’ ও ‘ওয়ার্ম হাগ’সহ ৭টি শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রদর্শিত হয়। চলচ্চিত্র উপভোগের সংখ্যা ধাপে ধাপে বৃদ্ধি পায় এবং কাজাখস্তানের জনগণের সাংস্কৃতিক জীবন শুরু হয়।

আলমাটি টেলিভিশন কেন্দ্রের বিপনন পরিচালক আশেলি লামাদানোওয়া বলেন, এবারের চলচ্চিত্র মাস কার্যক্রমে প্রদর্শিত চলচ্চিত্রের থিম বৈচিত্র্যময় এবং মানও উচ্চ। প্রতি সাপ্তাহিক ছুটির রাতে অনুষ্ঠানের সবচেয়ে ব্যস্ত সময় এসব চলচ্চিত্র প্রচার করা হয় এবং তা ব্যাপক প্রশংসা পায়। এর মধ্যে প্রথম চলচ্চিত্র উপভোগের হার ৪.২ শতাংশ ছিলো।

গত বছর জুলাই মাসের পর আলমাটিতে চীনের কনস্যুলেট জেনারেলসহ বেশ কয়েকটি বিভাগের সাহায্যে কাজাখস্তানের বাণিজ্যিক টিভি কেন্দ্রে ‘Feather fly’ এবং ‘Hey Daddy’সহ ৩টি চীনা টিভি নাটক কাজাখ ভাষায় ডাবিং করে প্রচার করা হয়। কাজাখস্তানের বাণিজ্যিক টিভি কেন্দ্রের প্রোগ্রাম পরিচালক অ্যাম্যান ওয়ালিয়েওয়া বলেন, ডাবিং করা চীনা নাটক প্রচারের পর টিভি কেন্দ্রে বড় বিস্ময় সৃষ্টি হয়। কাজাখ দর্শকেরা তা দেখার জন্য আগ্রহী হন ও দারুণ আনন্দ পান।

সাম্প্রতিক বছরগুলোতে ‘সংগীতজ্ঞ’ ও ‘হাই, কাজাখস্তান’সহ চীন-কাজাখস্তানের যৌথ উদ্যোগে তৈরি চলচ্চিত্র ও তথ্যচিত্র এবং টিভি নাটক প্রচার ও চলচ্চিত্র উত্সবের আয়োজন করেছে। পাশাপাশি, চীন ও কাজাখস্তানের মুভি ও টিভি সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের কাঠামোতে অব্যাহতভাবে আরো গভীর ও বাস্তবসম্মতভাবে এগিয়ে যাচ্ছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn