সুরের ভূবন-China Radio International
প্রিয় বন্ধুরা, এখন আমি চীনের জনপ্রিয় কন্ঠশিল্পী চাং লিয়াং ইংয়ের গাওয়া ‘ভুলে না যাওয়া’ গানটি শোনাবো। আশা করি, সবাই গানটি পছন্দ করবেন।
গানে বলা হয়, বাদ্যযন্ত্র বাজিয়ে সুরে সুরে তোমার কথা মনে পড়ে। হে আমার পুরনো বন্ধু, তুমি কবে ফিরে আসবে? তোমার সঙ্গে সবখানে ঘুরে বেড়ানোর স্মৃতি কখনো ভুলে যাবো না। ভুলে যাওয়ার ইচ্ছেও আমার নেই। আচ্ছা, এখন গানটি শুনুন তাহলে।
প্রিয় বন্ধুরা, এখন আমি চীনের জনপ্রিয় কন্ঠশিল্পী লিন চি সুয়েনের গাওয়া সুন্দর একটি গান শোনাবো, আর গানের নাম হলো ‘আগের মতো’। সময় পার হলেও আশা করি, আমরা আগের মতোই নিজের মনকে বজায় রাখতে পারবো। আচ্ছা, গানটি শোনা যাক।
প্রিয় বন্ধুরা, এখন আমি ‘বর্জ্যকে ধন-সম্পদে পরিণত করা’ শিরোনামে একটি গান শোনাবো। চীনের জনপ্রিয় কন্ঠশিল্পী সুয়ে চি ছিয়েন এ গানটি গেয়েছেন। গানের কথায় রয়েছে: আশা করি, একদিন আমার ডানা গজাবে। মহাবিশ্বের বিশাল সাগরে সাঁতার কাটতে পারবো। অক্সিজেন ছাড়া শুধুমাত্র আলোর ওপর নির্ভর করে চলব। আশা করি, এই বিশ্বে আর ঝগড়া হবে না। পৃথিবীর সবকিছু ঘুমিয়ে না-যাওয়া পর্যন্ত অপেক্ষা করি আমি। তারপর তোমাকে আলিঙ্গন করি। গানটি শুনুন।
প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আমি আপনাদের ‘তোমার উত্তর’ নামের গান শোনাবো। গানের কথায় অতীতে ফিরে যাওয়ার কথা বলা হয়। যদি আমি সেই দিনে ফিরে যেতে পারতাম, তাহলে আমি সেই তরুণকে জিজ্ঞেস করতাম, এই পথ কত কষ্টকর? সে কি এগিয়ে যেতে পারবে? যদি আমি সেই দিনে ফিরে যেতে পারতাম, তাহলে আমি জিজ্ঞেস করতাম, রক্তের বিনিময়ে কি বিশ্বাস পাওয়া যায়? তুমি কি সেই শপথ করতে পারবে? আসুন, এখন সবাই মিলে গানটি উপভোগ করবো।
প্রিয় বন্ধুরা, আজকের সুরের ভূবন অনুষ্ঠান এ পর্যন্তই। সঙ্গে থাকায় অসংখ্য ধন্যবাদ।
লিলি/এনাম