বাংলা

সুরের ভূবন-China Radio International

criPublished: 2021-08-20 11:10:36
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের ‘সুরের ভূবন’ অনুষ্ঠান। পরিবেশন করছি আমি লিলি।

আমাদের প্রায় সকলেই গান পছন্দ করে। অনেকেরই রয়েছে গান শোনার অভ্যাস। সময় পেলে বা ক্লান্তি দূর করতে আমরা নিজ নিজ পছন্দের গান ভাণ্ডার থেকে গান শুনে থাকি। কোনো কোনো গান আবার সবার কাছে সমান জনপ্রিয়। আসলে সঙ্গীতে প্রত্যেকের নিজস্ব স্বাদ রয়েছে। যেমন, রকসঙ্গীত, পপসঙ্গীত, ক্ল্যাসিকাল সঙ্গীতের একেকটি একক জনের পছন্দ। কারো আবার একাধিক পছন্দও রয়েছে।

এখন আমি চীনা কন্ঠশিল্পী হু সিয়ার গাওয়া ‘লম্বা মহাপ্রাচীর’ গানটি আপনাদের শোনাবো। গানের কথায় বলা হয়: সবাই বলেন, মহাপ্রাচীরের পাশে জন্মস্থান। তুমি জানো, মহাপ্রাচীর কত লম্বা? সবাই বলেন, মহাপ্রাচীরের ভেতর ও বাইরে হাজার হাজার ফুলের রয়েছে অনেক সুভাস। তুমি জানো, মহাপ্রাচীর দিয়ে কত বাতাস ও হিম পার হয়ে যায়? অবশেষে সূর্য মহাপ্রাচীরকে আলোকিত করে। আসুন, সবাই মিলে গানটি শোনা যাক।

প্রিয় বন্ধুরা, আমি এখন ‘চীনের কমিউনিস্ট পার্টির জন্য একটি গান গাইবো’ শিরোনামের গানটি শোনাবো আপনাদের । চলতি বছর হলো চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শততম বার্ষিকী। পার্টির নেতৃত্বে চীনা জনগণ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ধনী এবং শক্তিশালী হচ্ছে। গানের কথায় ফুটে ওঠেছে চীনের কমিউনিস্ট পার্টির বিজয় গাথা। পার্টিকে মায়ের সাথে তুলনা করা হয়েছে।

এখন আমি যে গানটি শোনাবো সেটি হলো ‘১৯২১’ নামে একটি চলচ্চিত্রের থিম সোং। গানের নাম হলো ‘আন্তর্জাতিক গান’। ‘১৯২১’ চলচ্চিত্রটি সিপিসি’র প্রথম প্রতিনিধি সম্মেলনের প্রেক্ষাপটে তৈরি। এতে শত বছর আগে সিপিসি’র ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। আচ্ছা, এখন সবাই মিলে গানটি শোনা যাক।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn