বাংলা

২৭তম শাংহাই টেলিভিশন উত্সব-China Radio International

criPublished: 2021-06-17 12:04:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

হুয়াছে চলচ্চিত্র ও টিভি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং মহাপরিচালক চাও ই ফাং মনে করেন, আন্তর্জাতিক ও পেশাদার দৃষ্টিভঙ্গি দিয়ে আরো উচ্চ মানদণ্ডের আলোকে শিল্পকর্ম তৈরি করা উচিত্। এভাবে চীনা গল্প ভালোভাবে বলা যায়। তিনি বলেন,

‘চলতি বছরের বসন্ত উত্সবে চীনের প্রেক্ষাগৃহে প্রদর্শিত ‘ A Writer's Odyssey’ চলচ্চিত্র চীনের সঙ্গে বিদেশেও প্রদর্শিত হয়। যা বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের দর্শকদের মধ্যে সমাদৃত হয়। আন্তর্জাতিক অঙ্গনে প্রকাশ ও পেশাদারী আচরণের জন্য এই ফলাফল পাওয়া যায়। চীনা গল্প বলার সঙ্গে সঙ্গে আমরা ফটোগ্রাফি, আলো, শিল্প ও সংগীতের ওপর মনোযোগ দেই। আন্তর্জাতিক প্রথম শ্রেণীর সঙ্গে আমাদের পার্থক্য কমানোর চেষ্টা করি।’

চলতি বছর হলো চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’ প্রতিষ্ঠার শততম বার্ষিকী। এবারের টিভি উত্সব ‘সিপিসি’ প্রতিষ্ঠার শততম বার্ষিকীকে কেন্দ্র করে’ ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn