বাংলা

২৭তম শাংহাই টেলিভিশন উত্সব-China Radio International

criPublished: 2021-06-17 12:04:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১০ জুন ২৭তম দ্য ম্যাগনোলিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। চীনের টিভি মহলের তিনটি গুরুত্বপূর্ণ পুরস্কারের মধ্যে অন্যতম এই পুরস্কার বরাবরই প্রভাবশালী।

৫ দিনব্যাপী শাংহাই টিভি উত্সব চলাকালে দ্য ম্যাগনোলিয়া ফোরাম, টিভি বাজার, ইন্টারনেট ফিল্ম অ্যান্ড টেলিভিশন সামিট, ম্যাগনোলিয়া ব্লসম অ্যাওয়ার্ড অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠান আয়োজন করা হয়। ৪০টি দেশ ও অঞ্চলের প্রায় ৯০০টি টিভি শিল্পকর্ম দ্য ম্যাগনোলিয়া অ্যাওয়ার্ডের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

এবারের টিভি উত্সবে বিশ্বজুড়ে একটি প্রচারের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শত বছরের পরিশ্রম, সার্বিক সচ্ছল সমাজ, এক অঞ্চল এক পথ, সম্মিলিতভাবে মহামারী প্রতিরোধ এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটিসহ ৫টি বিষয়ে ফোকাস করা হয়। ‘ Minning Town’, ‘Crossing the Yalu River’ ও ‘With You’সহ ৫০টি শ্রেষ্ঠ টিভি নাটক, অ্যানিমেশন মুভি ও তথ্যচিত্র চলতি বছরের জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত পাঁচটি মহাদেশের শতাধিক দেশের টিভি চ্যানেল ও নতুন মিডিয়ার প্লাটফর্মে প্রদর্শিত হয়েছে। এতে বিশ্বের দর্শকদের কাছে চীনা জনগণ এবং বিশ্বের বিভিন্ন দেশের জনগণের স্বপ্ন অনুসন্ধানের গল্প তুলে ধরা হয়।

‘ Minning Town’ নামের টিভি নাটকের চিত্রনাট্যকার হাউ হোং লিয়াং বলেন,

‘আশা করি, আরো বেশি মানুষ এই টিভি নাটকটি দেখবেন। এ টিভি নাটকের মাধ্যমে চীনের বহু বছরের পরিবর্তন জানা যাবে।’

জানা গেছে, ৪০টি দেশ ও অঞ্চলের ৯০০টি শিল্পকর্ম ২৭তম দ্য ম্যাগনোলিয়াম পুরস্কারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের দশটি শ্রেষ্ঠ বিদেশি টিভি নাটক ‘শ্রেষ্ঠ বিদেশি নাটকের’ সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছে।

চলতি বছর ‘শ্রেষ্ঠ চীনা টিভি নাটক’ ইউনিটে অন্তর্ভুক্ত ১০টি শিল্পকর্মের মধ্যে রয়েছে ‘Fearless Whispers’। যেখানে চীনের কমিউনিস্ট পার্টির গোপনে পরিশ্রম করা ও সংগ্রাম করার গল্প তুলে ধরা হয়, ‘Crossing the Yalu River’ টিভি নাটকে চাইনিজ পিপলস ভলান্টিয়ার আর্মির উত্তর কোরিয়ায় যুদ্ধ করার কাহিনী প্রকাশিত হয়। ‘ Minning Town’ নামে টিভি নাটকে দারিদ্র্যমুক্তির ওপর ফোকাস করা হয়। এর মধ্যে বেশ কয়েকটি টিভি নাটক চীনের ছোট পর্দায় জনপ্রিয় হয়েছিল। বিদেশেও তা সমাদৃত হয়।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn